ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে দেশের বেশ কিছু সংসদীয় আসন সীমানা পুনর্নির্ধারণ করতে সুপারিশ করেছে বিশেষজ্ঞ ও কারিগরি কমিটি। এর মধ্যে রংপুর সদর-৩ আসন রয়েছে। বিগত নির্বাচনের আগে এই আসনটির সাথে চরম বৈষম্যমূলক আচরণ করেছিল বিগত ফ্যাসিস্ট সরকার। রংপুর সিটি করপোরেশনের ৩৩ ওয়ার্ডের মধ্যে ৮টি ওয়ার্ডকে কেটে নিয়ে রংপুর-১ গঙ্গাচড়া আসনের সাথে সংযুক্তি করা হয়েছিল ভোট ব্যাংক বাড়ানোর জন্য। এটি করা হয়েছিল তৎকালীন জাতীয় পার্টির এক নেতা ভোট ব্যাংক বাড়ানোর জন্য।
সেই সময় সিটি করপোরেশন এলাকার অনেকেই আপত্তি তুলেছিলেন। কিন্তু সেই আপত্তি কাজে আসেনি। ফলে সদর আসন থেকে বঞ্চিত হয়েছিল ১, ২, ৩, ৪, ৫, ৬, ৭, ৮ নং ওয়ার্ডের বাসিন্দা। তারা সিটি করপোরেশনের বাসিন্দা হয়েও ভোটার ছিলেন গঙ্গাচড়া সংসদীয় এলাকার। তাই অনেকেই চাচ্ছেন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে সিটি করপোরেশনের ৮টি ওয়ার্ডেকে সদর আসনের সাথে সংযুক্ত করা হোক।
জানা গেছে, রংপুরের ৬টি আসনের মধ্যে সিটি করপোরেশনের আংশিক এলাকা বাদ দিলে সদর আসন খুব ছোট। এই আসনে মধ্যে পড়েছে ৫টি ইউনিয়ন। আর সিটি করপোরেশনের ৯ নং ওয়ার্ড থেকে ৩৩ নং ওয়ার্ড পর্যন্ত।
নগরীর মহব্বত খাঁ এলাকার বাসিন্দা সিরাজুল ইসলাম বলেন, আমরা সিটি করপোরেশনের বাসিন্দা। কিন্তু ভোট দিতে হয় গঙ্গাচড়ায় গিয়ে। প্রয়োজনীয় কোনো কাজপত্রে সই নিতে হলে যেতে গঙ্গাচড়ায়। এটা এক ধরনের বৈষম্য। তিনিসহ অনেকেই সিটি করপোরেশন থেকে কেটে নেয়া ৮টি ওয়ার্ড সদর আসনের সাথে সংযুক্ত করার দাবি জানান।
একাধিক রাজনৈতিক ব্যক্তির সাথে কথা হলে তারাও সিটি করপোরেশনের কেটে নেয়া ওয়ার্ডগুলো সদর আসনের সাথে সংযুক্তির আহবান জানান। অনেকে মনে করেন ত্রয়োদশ নির্বাচন নিরপেক্ষ হবে। এই নির্বাচনে কোনো পেশিশক্তি থাকবে না। তাই সুষ্ঠু ভোটের স্বার্থে কেটে নেয়া ওয়ার্ডগুলোকে সদরের সাথে যুক্ত করতে হবে।
জেলা বিএনপির সদস্য সচিব আনিছুর রহমান লাকু বলেন, বাস করেন সিটি করপোরেশনে। দাপ্তরিক কাজ করতে হয় গঙ্গাচড়ায় গিয়ে। এটি নগরবাসীর জন্য কষ্টকর। আমরা চাই সিটি করপোরেশন থেকে কেটে নেয়া ৮টি ওয়ার্ডকে পুনরায় সদর আসনের সাথে সংযুক্ত করা হোক।
রংপুর সিনিয়র জেলা নির্বাচন অফিসার আব্দুল্লাহ্ আল মোতাহসিম বলেন, সংসদীয় আসনের সীমানা নির্ধারণ নিয়ে কাজ করছে কমিশন। সদর আসন কেন অন্য যে কোন আসনের বিষয়ে যে যে কেউ আপত্তি দিতে পারেন। সেটি বিবেচনা করবে নির্বাচন কমিশন।
বিডি প্রতিদিন/হিমেল