রবিবার, ১১ মে, ২০১৪ ০০:০০ টা

গুম-খুনের প্রতিবাদে ১৭ মে ডেমরায় খালেদার জনসভা

১৮-১৯ সারা দেশে বিক্ষোভ

গুম, খুন ও অপহরণের প্রতিবাদে নারায়ণগঞ্জে অনুমতি না পেয়ে ১৭ মে ঢাকার ডেমরায় দলের চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার নেতৃত্বে জনসভা করার সিদ্ধান্ত নিয়েছে বিএনপি। একইভাবে ১৮ মে জেলা ও উপজেলা এবং ১৯ মে বিভাগীয় পর্যায়ে বিক্ষোভ সমাবেশ করবে। এ ছাড়া আগামী বুধবার বেগম জিয়ার নারায়ণগঞ্জ সফরও চূড়ান্ত করা হয়েছে। বেগম জিয়ার বিরুদ্ধে জিয়া অরফানেজ ট্রাস্ট ও জিয়া চ্যারিটেবল ট্রাস্ট মামলা বকশিবাজারের বিশেষ আদালতে স্থানান্তরের প্রতিবাদে আজ-কালের মধ্যে হাইকোর্টে একটি রিট করারও নীতিগত সিদ্ধান্ত হয়েছে। গতকাল রাতে গুলশানে চেয়ারপারসন কার্যালয়ে অনুষ্ঠিত বৈঠকে স্থায়ী কমিটির অধিকাংশ সদস্য গুম-খুনের প্রতিবাদে অন্তত এক দিনের হরতাল দেওয়ার মতামত দেন। তবে বিএনপি চেয়ারপারসন তাতে সায় দেননি। তিনি জোরালোভাবে এ প্রস্তাব নাকচ করে দেন। বেগম জিয়া জানান, হরতাল দিলে নতুন করে আবারও নেতা-কর্মীদের হামলা মামলায় জড়ানো হতে পারে। এই মুহূর্তে এর কোনো প্রয়োজন নেই। তাছাড়া বিক্ষোভ-প্রতিবাদ কর্মসূচি তো দেওয়াই হচ্ছে। হরতাল হলে তৃণমূলের নেতা-কর্মীরা এর শিকার হবে বেশি। রমজানের আগে শক্ত কোনো কর্মসূচি না দেওয়ার পক্ষেই মত দেন তিনি। বৈঠকের বড় একটি অংশজুড়ে ভারতের নির্বাচন নিয়ে বেশকিছু সময় আলোচনা হয়।

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর