বাংলাদেশ ব্যাংকের গভর্নর ড. আতিউর রহমান বলেছেন, ব্যাংকিং খাতে ব্যাপক পরিবর্তন আনা হয়েছে। শীঘ্রই দেশের ব্যাংকিং খাতে আরও নতুন চমক আসবে। এতে করে এই খাতের সব অনিয়ম ও দুর্নীতি রোধ করা সম্ভব হবে।
একই সঙ্গে ব্যাংকিং খাতকে ঢেলে সাজানোর পরিকল্পনাও নেওয়া হয়েছে।
গতকাল সকালে নরসিংদীর মাধবদী নওয়াপাড়া জজ ভূঞা গ্রুপে পরিদর্শন কালে সাংবাদিকদের এসব কথা বলেন।
এ সময় উপস্থিত ছিলেন সোনালী ব্যাংকের ম্যানেজিং ডিরেক্টর প্রদীপ কুমার দত্ত, কৃষি ব্যাংকের ম্যানেজিং ডিরেক্টর আ. সালাম, ন্যাশনাল ব্যাংকের ম্যানেজিং ডিরেক্টর শফিক আহমেদ, এঙ্মি ব্যাংকের ম্যানেজিং ডিরেক্টর ড. হায়দার আলী, বাংলাদেশ ব্যাংকের ইডি মাহফুজুর রহমান, জজ ভূঞা গ্রুপের চেয়ারম্যান ইঞ্জিনিয়ার ফায়জুর রহমান ভূঞা জুয়েল।