শনিবার, ২২ নভেম্বর, ২০১৪ ০০:০০ টা

বেড়েছে চাল মাছের দাম নতুন আলু ৮০ টাকা

বেড়েছে চাল মাছের দাম নতুন আলু ৮০ টাকা

শীতকালীন সবজিতে ভরপুর রাজধানীর নিত্যপণ্যের বাজার। দামও একটু কম। নতুন আলু ওঠায় বিক্রি হচ্ছে ৮০ টাকা কেজি দরে। তবে সরবরাহে ঘাটতি না থাকলেও দাম বেড়েছে চাল ও মাছের। সবজির দাম গত সপ্তাহের তুলনায় কেজিতে ৫ থেকে ১০ টাকা কমেছে। চালের দাম কেজিতে ১ থেকে ৩ টাকা বেড়েছে। পাশাপাশি মাছের সরবরাহ বাড়লেও দাম কম-বেশি বেড়েছে। রাজধানীর মিরপুর ও বারিধারা বাজার ঘুরে পাওয়া গেছে এসব তথ্য।
গতকাল মিরপুর বাজার ঘুরে দেখা গেছে, গত সপ্তাহের তুলনায় পিয়াজের দাম কেজিতে ১ থেকে ২ টাকা কমেছে। গতকাল প্রতি কেজি দেশি পিয়াজ ৩৮ থেকে ৪২ ও ভারতীয় পিয়াজ ৩৬ থেকে ৩৮ টাকায় বিক্রি হচ্ছে। মোটা চাল প্রতি কেজি বিআর-আটাশ ৪০ থেকে ৪২, বিআর-ঊনত্রিশ ৪১ থেকে ৪২, ভালোমানের নাজিরশাইল ৫৫ থেকে ৫৮, নাজিরশাইল ৪২ থেকে ৪৪, মিনিকেট ৪৪-৪৫, পারিজা ৩৬ থেকে ৪০ এবং মোটা স্বর্ণা, গুটি ৩৫-৩৬ টাকায় বিক্রি হচ্ছে। এ ছাড়া প্রতি কেজি কাঁচা মরিচ ২০ টাকা কমে ৬০, শিম ৩০-৩৫, ঢেঁড়স ৩০-৪০, বেগুন ৩০-৩৫, টমেটো ৭০-৮০, কাঁচা টমেটো ৪০ থেকে ৫০, গাজর ৩০-৩৫, পটোল ৩০, মুলা ৩০-৩৫, শসা ২৫, ফুলকপি ১০ থেকে ১৫, বাঁধাকপি ১০-১২, চিচিঙ্গা ৪০ টাকা।
 

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর