পরচর্চা একটি উৎকৃষ্ট সাধনা,
যেটি করে থাকি
আমরা ক ভাই।
আমাদের ক ভায়ের কোনো কথা নাই রাজনীতি নিয়ে
মাঝে মাঝে পরচরিত চর্চায় নিকৃষ্টভাবে এসে
উপস্থিত হয় কবি শালাদের নাম।
শালারা ভীষণ রকমের পরশ্রীকাতর,
সুন্দরা নারীদের প্রতি অগাধ প্রেম,
পারলে নিজের স্ত্রী ফেলে তক্ষুণি ছুটে যায় পরস্ত্রীর কাছে
আমাদের পাড়া প্রতিবেশী, কবিদের নাম দিয়েছে
যা-ওলো-কুকুর।
চামড়ায় ঘা, ঘা বুকের ভেতর।
শালাদের নাম শুনলেই ছুটে আসে
টেম্পু ড্রাইভার
মাঝরাতে ভাড়া না দিয়েই পালিয়েছে
চারজন কবি।
টেম্পু ড্রাইভারের কথা কুড়িয়ে রেখেছি
আমরা ক ভাই।
যেহেতু আমরা সৈয়দ বংশের লোক।