মঙ্গলবার, ২৭ অক্টোবর, ২০১৫ ০০:০০ টা

হাসপাতালের পুকুর ইজারায় ‘পুকুরচুরি’

নিজস্ব প্রতিবেদক, রাজশাহী

রাজশাহী বক্ষব্যাধি হাসপাতালের দুটি বড় পুকুর ইজারা নিয়ে পুকুরচুরির ঘটনা ঘটেছে। আগের ইজারাদার নামমাত্র মূল্যে পুকুর দুটি ভোগদখল করছেন।

হাসপাতাল সূত্র জানায়, ছয় বছর আগে ইজারা নিয়ে রাজশাহী বক্ষব্যাধি হাসপাতালের পুকুর দুটি ভোগ দখল করছেন স্থানীয় শফিকুজ্জামান সুজন। এরপর থেকে পুকুর দুটিতে মাছ চাষ ও পাশের প্রায় ১০ কাঠা জমিতে গড়েছেন গরুর খামার। স্থানীয়দের অভিযোগ, ছয় বছর আগে ৬ লাখ ১৫ হাজার টাকায় ইজারা দেওয়া হয় পুকুর দুটি। সরকারি নিয়ম অনুযায়ী প্রতিবছর দর বাড়ার কথা থাকলেও সেই নিয়ম মানা হয়নি। এ বছরও একই টাকায় চুক্তি নবায়ন করেছে শফিকুজ্জামান সুজন। এ ব্যাপারে রাজশাহী বক্ষব্যাধি হাসপাতালের সুপারিনটেনডেন্ট ডা. সাদিকুল ইসলাম জানান, তার দায়িত্ব নেওয়ার আগেই পুকুর দুটি ইজারা দেওয়া হয়েছে।

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর