শিরোনাম
শুক্রবার, ২৫ ডিসেম্বর, ২০১৫ ০০:০০ টা

খেলাঘরের সাংস্কৃতিক উৎসব শুরু

সাংস্কৃতিক প্রতিবেদক

খেলাঘরের সাংস্কৃতিক উৎসব শুরু

শিশু-কিশোর সংগঠন খেলাঘরের আয়োজনে শুরু হলো তিন দিনব্যাপী জাতীয় শিশু-কিশোর সাংস্কৃতিক উৎসব। গতকাল বিকালে শিল্পকলা একাডেমির সংগীত ও নৃত্যকলা কেন্দ্র মিলনায়তনে শুরু হয় এ উৎসব। উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন সড়ক পরিবহন ও সেতু মন্ত্রী ওবায়দুল কাদের। মঙ্গলপ্রদীপ প্রজ্বালনের মধ্য দিয়ে অনুষ্ঠানের উদ্বোধন করেন নাট্যব্যক্তিত্ব মামুনুর রশীদ। বিশেষ অতিথি ছিলেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. আ আ ম স আরেফিন সিদ্দিক ও রবীন্দ্রসংগীতশিল্পী রেজওয়ানা চৌধুরী বন্যা। আরও উপস্থিত ছিলেন খেলাঘর কেন্দ্রীয় সভাপতিমণ্ডলীর চেয়ারম্যান অধ্যাপিকা পান্না কায়সার, সদস্য অধ্যাপক ড. নিরঞ্জন অধিকারী, পলি খালেদ ও প্রবীর সাহা। আলোচনা পর্বের আগে অতিথিদের লাল স্কার্ফ পরিয়ে বরণ করে নেয় খেলাঘরের শিশু শিল্পীরা। ছায়ানটে কথক নৃত্য উৎসব : গত সন্ধ্যায় ছায়ানট মিলনায়তনে তিন দিনের কথক নৃত্য উৎসবের উদ্বোধন করেন কথাসাহিত্যিক সেলিনা হোসেন। বন্দনা, ছন্দমালিকা, ছন্দকুঁড়ি, তারানায় রাগ মালকোষ, মেঘবন্দনা, টুকরামালিকা শাস্ত্রীয় নাচের মুদ্রায় নৃত্যানুরাগীদের মোহাবিষ্ট করেন শিল্পীরা।

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর