মঙ্গলবার, ১৯ জানুয়ারি, ২০১৬ ০০:০০ টা

পরিচালকসহ তিন কর্মকর্তা বরখাস্ত

শেরেবাংলা মেডিকেলে নিয়োগ অনিয়ম

নিজস্ব প্রতিবেদক, বরিশাল

তৃতীয় ও চতুর্থ শ্রেণির ২২৬টি পদে কর্মচারী নিয়োগে অনিয়মের দায়ে বরিশাল শেরেবাংলা মেডিকেল কলেজ হাসপাতালের ভারপ্রাপ্ত পরিচালক অধ্যাপক ডা. নিজাম উদ্দিন ফারুক, উপ-পরিচালক ডা. সহিদুল ইসলাম এবং প্রশাসনিক কর্মকর্তা আবদুল জলিলকে সাময়িক বরখাস্ত করা হয়েছে। গতকাল স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয় পার-২ অধি-শাখার সচিব সৈয়দ মন্জুরুল ইসলাম ও উপসচিব একেএম ফজলুল হক স্বাক্ষরিত আদেশে এ তথ্য জানা গেছে। এদিকে তাদের সাময়িক বরখাস্ত আদেশের খবর শুনে নিয়োগপ্রাপ্তরা গতকাল দুপুরে তরিঘড়ি মেডিকেলের পরিচালক ও উপ-পরিচালককে লোক দেখানো অবরুদ্ধ করে চাকরির প্রথম মাসের বেতন-বিলে স্বাক্ষর করিয়ে নেন। কিন্তু পরিচালক ও উপ-পরিচালক একই দিনে সাময়িক বরখাস্ত হওয়ায় তাদের বেতন-বিল আটকে দেয় বিভাগীয় হিসাব ও নিরীক্ষা অফিস। ওই অফিসের কর্মকর্তা সুয়াজত আলী জানিয়েছেন, বরখাস্ত হওয়া কর্মকর্তাদের স্বাক্ষর করা বেতন-বিল পাসের কোনো সম্ভাবনা নেই। স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের প্রজ্ঞাপনে উল্লেখ করা হয়, দুই শ্রেণির কর্মচারী নিয়োগে ব্যাপক অনিয়মের সঙ্গে জড়িত থাকার বিষয়টি প্রাথমিক তদন্তে প্রমাণিত হওয়ায় নিয়োগ কমিটির সভাপতি শেরেবাংলা মেডিকেলের ভারপ্রাপ্ত পরিচালক অধ্যাপক ডা. নিজাম উদ্দিন ফারুককে সাময়িকভাবে বরখাস্ত করা হয়েছে।

সর্বশেষ খবর