শিরোনাম
রবিবার, ১০ জুলাই, ২০১৬ ০০:০০ টা

বিপুল শিক্ষার্থী ভর্তির বাইরে রেখেই কলেজে ক্লাস শুরু আজ

আকতারুজ্জামান

তিন লাখের বেশি শিক্ষার্থীকে ভর্তির বাইরে রেখেই একাদশ শ্রেণীর ক্লাস শুরু হচ্ছে আজ। বেলা ১১টায় ঢাকা কলেজের নবীনবরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ ক্লাস শুরুর আনুষ্ঠানিক উদ্বোধন করবেন। বিপুল সংখ্যক শিক্ষার্থীকে ভর্তি না করেই ক্লাস শুরু করায় ক্ষোভ প্রকাশ করেছেন এখনো কলেজে ভর্তি হতে না পারা ছাত্র-ছাত্রী ও তাদের অভিভাবকরা। ভর্তিচ্ছুরা বলছেন, কলেজের প্রথম দিনটিতেই শিক্ষক ও বন্ধুদের সঙ্গে আনুষ্ঠানিকভাবে পরিচয় হওয়ার সুযোগ থাকে। এ থেকেও বঞ্চিত থাকব আমরা। এ জন্য শিক্ষাবর্ষের প্রথম দিনগুলোর ক্লাস বেশি গুরুত্বপূর্ণ। অপরদিকে বোর্ড কর্মকর্তাদের দাবি, কয়েক দিন পরে ক্লাসে যোগ দিলেও তেমন কোনো ক্ষতির সম্মুখীন হবে না শিক্ষার্থীরা। ভর্তি না হওয়া শিক্ষার্থীদের কবে থেকে ভর্তি করা হবে তা নিয়ে এখনো সুনির্দিষ্ট কোনো সিদ্ধান্ত নিতে পারেনি আন্তঃশিক্ষা বোর্ড সমন্বয় সাব কমিটি। আজ বিকালে এ নিয়ে সিদ্ধান্ত হতে পারে বলে জানা গেছে। পূর্ব নির্ধারিত তারিখ অনুযায়ী বিলম্ব ফিসহ কলেজে ভর্তি হওয়া যাবে ১০ থেকে ২০ জুলাই পর্যন্ত। আন্তঃশিক্ষা বোর্ড সমন্বয় সাব কমিটির সভাপতি বলেছেন, ঈদের আগে ভর্তি কার্যক্রম সম্পন্ন করার পরিকল্পনা থাকলেও সময়ের স্বল্পতায় ভর্তি প্রক্রিয়া সম্পন্ন করা সম্ভব হয়নি। অপরদিকে কাগজে-কলমে ক্লাস শুরুর ঘোষণা থাকলেও ভর্তি কার্যক্রম সম্পন্ন না হওয়ায় দেশের অনেক কলেজেই আজ নবীনবরণ বা ক্লাস কিছুই অনুষ্ঠিত হবে না বলে জানা গেছে। তথ্য মতে, মেধাতালিকা ও অপেক্ষমাণ তালিকা থেকে এখন পর্যন্ত মোট ১০ লাখ ৭৭ হাজার ৮১৫ জন ছাত্র-ছাত্রী কলেজে ভর্তির জন্য নিশ্চায়ন করেছে। আর ভর্তির জন্য অনলাইন ও মোবাইলে আবেদন করেছিল মোট ১৩ লাখ এক হাজার ৯৯ জন ছাত্র-ছাত্রী। ২০১৬ সালে এসএসসি ও সমমান পরীক্ষায় উত্তীর্ণ হয়েছে মোট ১৪ লাখ ৫২ হাজার ৬০৫ জন। সে হিসেবে আবেদনের বাইরেই থেকে গিয়েছিল মোট এক লাখ ৫১ হাজার ৫০৬ জন। সব মিলে প্রায় চার লাখ শিক্ষার্থী উন্মুক্ত পদ্ধতিতে ভর্তি হবে। আন্তঃশিক্ষা বোর্ড সমন্বয় সাব কমিটির সভাপতি অধ্যাপক মাহাবুবুর রহমান গতকাল বাংলাদেশ প্রতিদিনকে বলেন, পূর্বনির্ধারিত সূচি অনুযায়ী রবিবার (আজ) থেকে ক্লাস শুরু হবে। কবে থেকে ভর্তি প্রক্রিয়া উন্মুক্ত করে দেওয়া হবে এমন প্রশ্নের জবাবে তিনি বলেন, আশা করছি শিগগিরই এ ব্যাপারে সিদ্ধান্ত আসবে। এ ছাড়া (আজ) ঈদ পুনর্মিলনী অনুষ্ঠিত হবে বুয়েটে। সেখানেও কিছু সিদ্ধান্ত নেওয়া হতে পারে। তিনি বলেন, ভর্তি প্রক্রিয়া শেষ করে শিগগিরই ছাত্র-ছাত্রীরা একাদশের ক্লাসে অংশ নেবে।

 

 

এই রকম আরও টপিক

সর্বশেষ খবর