বুধবার, ২০ জুলাই, ২০১৬ ০০:০০ টা

জঙ্গিদের দিয়ে সরকার উত্খাত করতে চেয়েছিলেন খালেদা

সংসদে নিন্দা প্রস্তাব গৃহীত

নিজস্ব প্রতিবেদক

গুলশান, শোলাকিয়াসহ পবিত্র নগরী মদিনায় ও ফ্রান্সের নিস শহরে সন্ত্রাসী জঙ্গি হামলায় দেশি-বিদেশি নাগরিক নিহত হওয়ায় এবং বিশ্বব্যাপী সংঘটিত জঙ্গি ও সন্ত্রাসী হামলার ঘটনায় সর্বসম্মতভাবে তীব্র নিন্দা প্রস্তাব পাস হয়েছে জাতীয় সংসদে।

স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরীর সভাপতিত্বে গতকাল জাতীয় সংসদের কার্য প্রণালী-বিধির ১৪৭ বিধি অনুযায়ী সাধারণ আলোচনার প্রস্তাব আনেন সরকারি দলের সদস্য শেখ ফজলুল করিম সেলিম। আলোচনায় অংশ নেন বিরোধীদলীয় নেতা ও জাতীয় পার্টির কো-চেয়ারম্যান রওশন এরশাদ, আওয়ামী লীগের ড. হাছান মাহমুদ, ফজিলাতুন নেসা বাপ্পি, জাসদ সভাপতি ও তথ্যমন্ত্রী হাসানুল হক ইনু, জাতীয় পার্টির জিয়াউদ্দিন আহমেদ বাবলু প্রমুখ। আলোচনা শেষে স্পিকার ভোটে দিলে সর্বসম্মত কণ্ঠভোটে নিন্দা প্রস্তাবটি গৃহীত হয়। প্রস্তাব উত্থাপন করে আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য শেখ ফজলুল করিম সেলিম বলেন, এই হামলার সময় লন্ডনে থাকা তারেক জিয়া পাকিস্তান, বাংলাদেশসহ মধ্যপ্রাচ্যের বিভিন্ন দেশে ফোন করে কথা বলেছেন। আর খালেদা জিয়া ঘটনার নিন্দা না করে বলেছেন, সরকার নাকি ব্যর্থ হয়েছে!

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর