শুক্রবার, ২২ জুলাই, ২০১৬ ০০:০০ টা
দিল্লি যাচ্ছেন স্বরাষ্ট্রমন্ত্রী

ভারতের স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে বৈঠকে প্রাধান্য পাবে জঙ্গি ইস্যু

নিজস্ব প্রতিবেদক

স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল ২৭ জুলাই দিল্লি যাচ্ছেন। তিনি দিল্লিতে ভারতের কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী রাজনাথ সিংয়ের সঙ্গে বৈঠক করবেন। বৈঠকে উপস্থিত থাকবেন দুই দেশের স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের শীর্ষস্থানীয় কর্মকর্তারা।  স্বরাষ্ট্র মন্ত্রণালয় সূত্রে জানা গেছে, বহিঃসমর্পণ চুক্তির সংশোধনীর পর স্বরাষ্ট্রমন্ত্রীর ভারত সফরে দুই দেশের স্বরাষ্ট্রমন্ত্রীর মধ্যে সন্ত্রাস দমন, অপরাধী বিনিময়, সীমান্ত ব্যবস্থপনাসহ দ্বিপক্ষীয় বিভিন্ন সমস্যা নিয়ে আলোচনা হবে। সীমান্তের দুই পারে সন্ত্রাসের মোকাবিলা কীভাবে একসঙ্গে করা যায় তা নিয়েও আলোচনা হবে। জোর দেওয়া হবে তথ্য বিনিময়ের ওপর। এ ছাড়া সীমান্ত এলাকায় অপরাধ দমন ও অপরাধী তল্লাশে যৌথ অভিযান চালানো যায় কি না, সেই সম্ভাবনাও খতিয়ে দেখা হবে। একই সঙ্গে আলোচনায় গুরুত্ব পাবে আইএস হুমকি ও সন্ত্রাস ইস্যু।

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর