রবিবার, ৫ ফেব্রুয়ারি, ২০১৭ ০০:০০ টা

রুয়েটে উপাচার্যসহ অবরুদ্ধ ১৬ শিক্ষক

রাবি প্রতিনিধি

রাজশাহী বিশ্ববিদ্যালয় প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (রুয়েট) ‘৩৩ ক্রেডিট’ পদ্ধতি বাতিলের দাবিতে আন্দোলনরত শিক্ষার্থীরা উপাচার্য রফিকুল আলম বেগসহ ১৬ শিক্ষককে অবরুদ্ধ করে রেখেছেন। গতকাল রাত ৮টায় এ প্রতিবেদন লেখা পর্যন্ত শিক্ষকরা অবরুদ্ধ ছিলেন।

জানা গেছে, শিক্ষার্থীদের দাবির বিষয় নিয়ে গতকাল বিকাল ৩টায় একাডেমিক কাউন্সিলের সভা ডাকা হয়। এতে শিক্ষার্থীদের প্রতিনিধি হিসেবে ১০ জন অংশ নেওয়ার কথা ছিল। কিন্তু উপাচার্যসহ শিক্ষকরা সভা কক্ষে প্রবেশ করলে শিক্ষার্থীরা দরজা বন্ধ করে সামনে শুয়ে পড়েন।

সর্বশেষ খবর