শনিবার, ২৫ ফেব্রুয়ারি, ২০১৭ ০০:০০ টা

ইংরেজি মাধ্যম স্কুলগুলো আইনি কাঠামোতে নেই

———— রাশেদা কে চৌধুরী

নিজস্ব প্রতিবেদক, চট্টগ্রাম

সাবেক তত্ত্বাবধায়ক সরকারের উপদেষ্টা রাশেদা কে চৌধুরী বলেছেন, ইংরেজি মাধ্যম স্কুলগুলো আইনি কাঠামোর মধ্যে নেই। বিশ্ববিদ্যালয়গুলো যদি আইনের আওতায় থাকতে পারে, তাহলে ইংরেজি মাধ্যম স্কুলগুলো কেন পারবে না। দেশের সব শিক্ষা প্রতিষ্ঠানকে বিধিবদ্ধ কাঠামোতে আনা প্রয়োজন। সেটা ইংলিশ মিডিয়াম, বাংলা বা কওমি মাদ্রাসাই হোক। অবশ্যই সেটিকে নিবন্ধন করে সরকারি নিয়মের মধ্যে থেকেই পরিচালনা করতে হবে। গতকাল সকালে চট্টগ্রাম নগরীর একটি অভিজাত হোটেলে মানবসম্পদ উন্নয়নে বাংলাদেশ সোসাইটি ফর হিউম্যান রিসোর্স ম্যানেজমেন্টের এইচআর সামিটে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। সভায় বিশেষ অতিথি ছিলেন একে খান অ্যান্ড কোম্পানি লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক সালাউদ্দিন কাশেম খান।

সর্বশেষ খবর