বুধবার, ৮ মার্চ, ২০১৭ ০০:০০ টা

যাচাই-বাছাইয়ের নামে মুক্তিযোদ্ধাদের হয়রানি!

নিজস্ব প্রতিবেদক

মুক্তিযোদ্ধা যাচাই-বাছাইয়ের নামে দেশব্যাপী মুক্তিযোদ্ধাদের হয়রানি করা হচ্ছে বলে অভিযোগ তুলেছে ‘আমরা মুক্তিযোদ্ধার সন্তান’ নামের একটি সংগঠন। তারা এ যাচাই-বাছাই বন্ধের দাবি জানিয়েছে। গতকাল জাতীয় প্রেস ক্লাবের সামনে এ কর্মসূচির আয়োজন করে তারা। একই সংগঠনের নামে সম্প্রতি জাতীয় প্রেস ক্লাবের সামনে মানববন্ধন কর্মসূচি পালন করেছিল আরেকটি গ্রুপ। এ সময় মুক্তিযোদ্ধার ভারতীয় তালিকা, মুক্তিবার্তা লালবই, প্রধানমন্ত্রীর প্রতিস্বাক্ষরিত সনদ, সেনা, নৌ ও বিমান বাহিনী, বিডিআর, পুলিশ, আনসার বাহিনীর বিশেষ গেজেট যাচাই-বাছাইয়ের আওতামুক্ত রাখতে দাবি করা হয়। সংগঠনের সভাপতি হুমায়ুন কবির বলেন, ১৯৯৮ থেকে ২০০১ সাল পর্যন্ত যাচাই-বাছাইয়ের জন্য ৫ লাখ ৯৭ হাজার আবেদন করলেও যাচাই-বাছাই করে ১ লাখ ৯২ হাজার মুক্তিযোদ্ধার নাম চূড়ান্ত করা হয়।

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর