শনিবার, ১১ মার্চ, ২০১৭ ০০:০০ টা

কুমিল্লা বিশ্ববিদ্যালয় উপাচার্য অবরুদ্ধ

ইউজিসি চেয়ারম্যানের সঙ্গে বাকবিতণ্ডা

কুমিল্লা প্রতিনিধি

মঙ্গলবার কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের উপাচার্যকে অবাঞ্ছিত ঘোষণা করার পর গতকাল দুপুর থেকে বাসভবনে তাকে অবরুদ্ধ করে রেখেছে শিক্ষক সমিতি। এদিকে শিক্ষক সমিতির বাধার মুখেও বাসভবনে শুক্রবার সকালে ৬৫তম সিন্ডিকেট সভা অনুষ্ঠিত হয়। এ ছাড়া শিক্ষক সমিতির নেতাদের সঙ্গে বাকবিতণ্ডায় জড়িয়ে পড়েন ইউজিসি চেয়ারম্যান অধ্যাপক আবদুল মান্নান।

প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, শুক্রবার ৬৫তম সিন্ডিকেট সভা প্রতিহত করার ঘোষণা অনুযায়ী সকাল ৯টার দিকে উপাচার্যের বাসভবনে আসেন শিক্ষক সমিতির নেতারা। এ সময় তারা বাসভবনের ফটকে তালা ঝুলিয়ে দেন। তার কিছুক্ষণ পরই বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের (ইউজিসি) চেয়ারম্যান এবং বিশ্ববিদ্যালয়ের সিন্ডিকেট সদস্য অধ্যাপক আবদুল মান্নান উপাচার্যের বাসভবনের ফটকে উপস্থিত হন। বাসভবনের প্রবেশের সময় শিক্ষকদের দাবি সম্পর্কে কথা বলতে গেলে শিক্ষক সমিতির নেতাদের সঙ্গে বাকবিতণ্ডায় জড়িয়ে পড়েন ইউজিসি চেয়ারম্যান। এ সময় তিনি রেগে গিয়ে কুমিল্লা বিশ্ববিদ্যালয়কে ২০১৮ ও ২০১৯ এ কোনো প্রকল্প দেবেন না বলে শিক্ষক নেতাদের হুমকি দেন। এ সময় তিনি শিক্ষকদের লক্ষ্য করে বলেন ‘পড়াচ্ছেন তো মনে হচ্ছে না’। ইউজিসি চেয়ারম্যান সাংবাদিকদের বলেন, ‘বিশ্ববিদ্যালয় অচল করে আন্দোলন করাকে আমি সমর্থন করি না।’ শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক মেহেদী হাসান বলেন, ‘উপাচার্য এই সিন্ডিকেটে অনিয়মতান্ত্রিক নিয়োগ গুলোকে চূড়ান্ত করেছেন।’

সর্বশেষ খবর