খাবার তৈরিতে ভেজাল ও নিম্নমানের দ্রব্য ব্যবহার করায় খান চানাচুর ও সালাম কিচেন নামের দুটি প্রতিষ্ঠানকে ১৬ লাখ টাকা জরিমানা করেছে নিরাপদ খাদ্য আদালত-৩। গতকাল বিশুদ্ধ খাদ্য আদালত-৩ এ জরিমানা করেন। ডিএনসিসির স্পেশাল মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মাহবুব সোবহানী বলেন, ঢাকা উত্তর সিটি করপোরেশনের নিরাপদ খাদ্য পরিদর্শক আবদুল খালেক মজুমদার বাদী হয়ে মামলা দায়ের করেছিলেন। মামলায় ভেজাল তেল ও নিম্নমানের সয়াবিন তেল ব্যবহার করে চানাচুর উৎপাদন এবং বাজারজাত করায় খান চানাচুরের স্বত্বাধিকারী আবদুর রব খানকে ৬ লাখ টাকা এবং ভেজাল খাবার পরিবেশন করায় সালাম কিচেনের মালিক আসাদুজ্জামানকে ১০ লাখ টাকা জরিমানা করা হয়েছে। গত বছর ৩১ আগস্ট প্রতিষ্ঠানগুলোর উৎপাদিত পণ্যে ভেজালের উপস্থিতি পাওয়া গেলে ডিএনসিসির নিরাপদ খাদ্য পরিদর্শক আবদুল খালেক মজুমদার প্রতিষ্ঠানগুলোকে নোটিস পাঠান। তারা নোটিসের সদুত্তর না দেওয়ায় তাদের বিরুদ্ধে মামলা দায়ের করা হয়। গাজী টায়ারকে তিন লাখ টাকা জরিমানা : লাইসেন্সের শর্ত ভঙ্গের দায়ে গাজী টায়ারকে তিন লাখ টাকা জরিমানা করা হয়েছে। একইসঙ্গে প্রতিষ্ঠানটির ম্যানেজার মাসরুর হোসেনকে ৬ মাসের কারাদণ্ড, অনাদায়ে ১৫ দিনের জেল দেওয়া হয়েছে। জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট তানজিলা কবীরের নেতৃত্বে ভ্রাম্যমাণ আদালত এ দণ্ড দেয়। আদালত গতকাল ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের (ডিএসসিসি) পোস্তায় অবস্থিত গাজী টায়ার, চকবাজার ও শহীদনগর এলাকায় অভিযান চালানো হয়। এ সময় আরও ৩টি প্রতিষ্ঠানকে ৭০ হাজার টাকা জরিমানা করা হয়। এছাড়া ডিএসসিসির অঞ্চল-৩ এর নির্বাহী কর্মকর্তা এসএম আনছারুজ্জামানের নেতৃত্বে শহীদ নগর এলাকায় পরিচালিত অভিযানে এম রহমান প্লাস্টিক কারখানাকে ৫০ হাজার টাকা জরিমানা ও মালামাল জব্দ করা হয়।
শিরোনাম
- র্যাংকিংয়ে ক্যারিয়ারসেরা অবস্থানে তানজিদ
- বেগম খালেদা জিয়া ও তারেক রহমানের জন্য ভোট চাইলেন ভিপি সাইফুল
- খালেদা জিয়া আমাদের মনোবল-সাহস: এ্যানি
- স্ত্রীসহ অবসরপ্রাপ্ত ব্রিগেডিয়ার জেনারেল সেলিম মাহমুদের দেশত্যাগে নিষেধাজ্ঞা
- সরাইলে জমি সংক্রান্ত বিরোধে দু’পক্ষের সংঘর্ষ, আহত ১৫
- বগুড়ায় অটোরিকশা চালকের মরদেহ উদ্ধার
- ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে ১০ জনের মৃত্যু
- ইতিহাসে দীর্ঘতম হয়ে উঠেছে যুক্তরাষ্ট্রের শাটডাউন
- ভাল্লুকের আক্রমণ ঠেকাতে সেনা মোতায়েন করল জাপান
- ষড়যন্ত্রের বেড়াজাল ছিন্ন করে ফেব্রুয়ারিতেই নির্বাচন হবে : ডা. জাহিদ
- ‘আরবান ট্রি মিউজিয়াম’, ‘বৃক্ষ সেবা ও ছাদবাগান সহায়তা কেন্দ্র’ গড়ে তুলছে ডিএনসিসি
- রংপুরে বেড়েছে খড়ের কদর, লাভবান কৃষক
- সারাদেশে পুলিশের বিশেষ অভিযানে গ্রেপ্তার ১৭৪৮
- জকসু নির্বাচনের তফসিল ঘোষণা, ভোট ২২ ডিসেম্বর
- পাইলটের উড্ডয়নের ত্রুটির কারণে মাইলস্টোনে বিমান বিধ্বস্ত হয়
- উন্নয়নশীল দেশগুলোকে একসঙ্গে কাজ করতে হবে: পরিবেশ উপদেষ্টা
- ওয়ারীতে ব্যবসায়ীর ঝুলন্ত মরদেহ উদ্ধার
- পুলিশের খোয়া যাওয়া অস্ত্র উদ্ধারে ফের পুরস্কার ঘোষণা
- বৃহস্পতিবারের মধ্যে প্রবাসী ভোটার আবেদন তদন্ত করতে বলল ইসি
- ব্রাহ্মণবাড়িয়া-৬ আসনে ভোটে লড়বেন জোনায়েদ সাকি
ভেজাল খাবার পরিবেশন করায় দুই প্রতিষ্ঠানকে জরিমানা
নিজস্ব প্রতিবেদক
প্রিন্ট ভার্সন
এই বিভাগের আরও খবর
সর্বশেষ খবর