খাবার তৈরিতে ভেজাল ও নিম্নমানের দ্রব্য ব্যবহার করায় খান চানাচুর ও সালাম কিচেন নামের দুটি প্রতিষ্ঠানকে ১৬ লাখ টাকা জরিমানা করেছে নিরাপদ খাদ্য আদালত-৩। গতকাল বিশুদ্ধ খাদ্য আদালত-৩ এ জরিমানা করেন। ডিএনসিসির স্পেশাল মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মাহবুব সোবহানী বলেন, ঢাকা উত্তর সিটি করপোরেশনের নিরাপদ খাদ্য পরিদর্শক আবদুল খালেক মজুমদার বাদী হয়ে মামলা দায়ের করেছিলেন। মামলায় ভেজাল তেল ও নিম্নমানের সয়াবিন তেল ব্যবহার করে চানাচুর উৎপাদন এবং বাজারজাত করায় খান চানাচুরের স্বত্বাধিকারী আবদুর রব খানকে ৬ লাখ টাকা এবং ভেজাল খাবার পরিবেশন করায় সালাম কিচেনের মালিক আসাদুজ্জামানকে ১০ লাখ টাকা জরিমানা করা হয়েছে। গত বছর ৩১ আগস্ট প্রতিষ্ঠানগুলোর উৎপাদিত পণ্যে ভেজালের উপস্থিতি পাওয়া গেলে ডিএনসিসির নিরাপদ খাদ্য পরিদর্শক আবদুল খালেক মজুমদার প্রতিষ্ঠানগুলোকে নোটিস পাঠান। তারা নোটিসের সদুত্তর না দেওয়ায় তাদের বিরুদ্ধে মামলা দায়ের করা হয়। গাজী টায়ারকে তিন লাখ টাকা জরিমানা : লাইসেন্সের শর্ত ভঙ্গের দায়ে গাজী টায়ারকে তিন লাখ টাকা জরিমানা করা হয়েছে। একইসঙ্গে প্রতিষ্ঠানটির ম্যানেজার মাসরুর হোসেনকে ৬ মাসের কারাদণ্ড, অনাদায়ে ১৫ দিনের জেল দেওয়া হয়েছে। জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট তানজিলা কবীরের নেতৃত্বে ভ্রাম্যমাণ আদালত এ দণ্ড দেয়। আদালত গতকাল ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের (ডিএসসিসি) পোস্তায় অবস্থিত গাজী টায়ার, চকবাজার ও শহীদনগর এলাকায় অভিযান চালানো হয়। এ সময় আরও ৩টি প্রতিষ্ঠানকে ৭০ হাজার টাকা জরিমানা করা হয়। এছাড়া ডিএসসিসির অঞ্চল-৩ এর নির্বাহী কর্মকর্তা এসএম আনছারুজ্জামানের নেতৃত্বে শহীদ নগর এলাকায় পরিচালিত অভিযানে এম রহমান প্লাস্টিক কারখানাকে ৫০ হাজার টাকা জরিমানা ও মালামাল জব্দ করা হয়।
শিরোনাম
- হাসপাতালে ভর্তি খালেদা জিয়া
- সাদিয়া আয়মানের অভিনয়ে মুগ্ধ অনিরুদ্ধ রায়
- গাইবান্ধা কারাগারে অসুস্থ হয়ে আওয়ামী লীগ নেতার মৃত্যু
- আদাবরের শীর্ষ ছিনতাইকারী ‘চোরা রুবেল’ গ্রেপ্তার
- জাতীয় বিশ্ববিদ্যালয়ে অনার্স প্রথম বর্ষে ভর্তি বিজ্ঞপ্তি প্রকাশ
- শিক্ষার্থীদের বাড়ি পৌঁছে দিতে বিভাগীয় শহরে বাস দিল জবি
- ভূমিকম্প অনিশ্চিত তাই বিদ্যালয় বন্ধের সুযোগ নেই: প্রাথমিক শিক্ষা উপদেষ্টা
- ঢাকা মেডিকেলে একাডেমিক কার্যক্রম আগামী ২৯ নভেম্বর পর্যন্ত বন্ধ
- বাগেরহাটে ৩ বান্ধবীকে শ্লীলতাহানি ও একজনকে ধর্ষণের অভিযোগে মামলা
- হাসিনা-কামালকে ফেরাতে ভারতকে চিঠি দেওয়া হয়েছে : পররাষ্ট্র উপদেষ্টা
- পুণ্ড্র ইউনিভার্সিটিতে বিবিএ কার্নিভাল-৩ অনুষ্ঠিত
- নভেম্বরের ২২ দিনে রেমিট্যান্স এলো ২১৩ কোটি ডলার
- ফ্যাসিজম সহ্য করা হবে না, নিজেরাও ফ্যাসিষ্ট হবো না: তানিয়া রব
- বন্ধ কারখানা চালুর দাবিতে শ্রমিকদের মানববন্ধন
- ৮১ দেশি পর্যবেক্ষকের সঙ্গে ইসির সংলাপ ২৫ নভেম্বর
- ‘ফ্যামিলি ম্যান থ্রি’: মনোজ নয়, জয়দীপের সিজন?
- টিকটক ইউজারদের জন্য চালু হলো টাইম অ্যান্ড ওয়েল-বিয়িং ফিচার
- পটুয়াখালীতে হত্যা মামলার আসামিদের গ্রেপ্তার দাবিতে মানববন্ধন
- বাংলাদেশের কাল ব্রুনাই চ্যালেঞ্জ
- বিএনপি ক্ষমতায় গেলে ইমাম-মুয়াজ্জিনদের ভাতা দেওয়ার পরিকল্পনা রয়েছে : তারেক রহমান
ভেজাল খাবার পরিবেশন করায় দুই প্রতিষ্ঠানকে জরিমানা
নিজস্ব প্রতিবেদক
প্রিন্ট ভার্সন
এই বিভাগের আরও খবর
সর্বশেষ খবর