Bangladesh Pratidin || Highest Circulated Newspaper
শিরোনাম
প্রকাশ : বুধবার, ৫ এপ্রিল, ২০১৭ ০০:০০ টা
আপলোড : ৪ এপ্রিল, ২০১৭ ২৩:২০

প্রধানমন্ত্রীর ভারত সফর

স্বার্থ ঠিক থাকলে অসুবিধা কী : ওবায়দুল কাদের

নিজস্ব প্রতিবেদক

স্বার্থ ঠিক থাকলে অসুবিধা কী : ওবায়দুল কাদের

আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, দেশের স্বার্থ অক্ষুণ্ন রেখে ভারতের সঙ্গে প্রতিরক্ষা চুক্তি করা হলে তাতে বিএনপির অসুবিধা কোথায়। তিনি বলেন, ভারতের সঙ্গে যে চুক্তিই করা হোক, তাতে বাংলাদেশের জাতীয় স্বার্থ আগে দেখা হবে। দেশের স্বার্থে সরকার হিমালয়ের মতো অবিচল।

রাজধানীর কুড়িলে ঢাকা এলিভেটেড এক্সপ্রেসওয়ের কাজের অগ্রগতি দেখতে এসে গতকাল সাংবাদিকদের তিনি এ কথা বলেন। ওবায়দুল কাদের বলেন, প্রতিরক্ষা হোক, সামরিক হোক, অসামরিক হোক, ‘যে কোনো চুক্তিই হোক, আমার স্বাধীনতা-সার্বভৌমত্ব, আমার জাতীয় স্বার্থ যদি সমুন্নত থাকে, যদি আমি এসব অক্ষুণ্ন রেখে চুক্তি করি, অসুবিধা কী? প্রতিরক্ষা যদি জাতীয় স্বার্থে প্রয়োজন হয়, সে চুক্তিও করব।’ তিনি বলেন, ‘আমরা নীতিগত দিক থেকে আমাদের স্বার্থের প্রশ্নে হিমালয়ের মতো।


আপনার মন্তব্য

এই বিভাগের আরও খবর