শনিবার, ১৮ নভেম্বর, ২০১৭ ০০:০০ টা

অনিয়ম ঠেকাতে শুদ্ধাচার অভিযান

বেসরকারি বিশ্ববিদ্যালয় নিয়ে ইউজিসির উদ্যোগ

আকতারুজ্জামান

বেসরকারি বিশ্ববিদ্যালয়ে নানা অনিয়ম রোধ, বিশ্ববিদ্যালয় আইন পালনে উদ্যোগী করা ও বিশ্ববিদ্যালয়ের কর্তাব্যক্তিদের মধ্যে নৈতিকতা সৃষ্টি করতে বিশেষ উদ্যোগ নিয়েছে বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশন (ইউজিসি)। সারা দেশের বেসরকারি বিশ্ববিদ্যালয়কে নিয়ে ‘জাতীয় শুদ্ধাচার কৌশল বাস্তবায়ন’ শীর্ষক বৈঠকের আহ্বান করছে ইউজিসি। আগামী মাসে এ বৈঠক অনুষ্ঠিত হবে। এ জন্য ইউজিসির সদস্য অধ্যাপক ড. মো. আখতার হোসেনকে আহ্বায়ক করে ৯ সদস্যবিশিষ্ট কমিটি গঠন করা হয়েছে। বৈঠকের দিন-তারিখ এখনো নির্ধারণ করা হয়নি। শিগগিরই এ বৈঠকের ব্যাপারে সব বেসরকারি বিশ্ববিদ্যালয়কে জানানো হবে।  বৈঠকে বেসরকারি বিশ্ববিদ্যালয়ের উপাচার্য, উপ-উপাচার্য, কোষাধ্যক্ষ ছাড়াও সংশ্লিষ্ট অন্যদের উপস্থিত থাকতে বলা হবে। শুদ্ধাচার বৈঠকের ব্যাপারে ইউজিসি চেয়ারম্যান অধ্যাপক আবদুল মান্নান বলেন, কিছু বিশ্ববিদ্যালয় আইন মেনে চললেও বেশির ভাগই সরকারের আইনের কোনো তোয়াক্কা করছে না। কোনো কোনো বিশ্ববিদ্যালয় অভিজ্ঞতার অভাবেও আইন মেনে চলতে পারে না মন্তব্য করে চেয়ারম্যান বলেন, এসব বিশ্ববিদ্যালয়কে আইন পালনে উদ্যোগী হতে ও তাদের মধ্যে নৈতিকতা বোধের আরও চর্চা বাড়াতে শুদ্ধাচারের মতো কর্মসূচি হাতে নেওয়া হয়েছে। ইউজিসি সূত্র জানায়, প্রতি বছর আর্থিক প্রতিবেদন জমা দেওয়ার কথা থাকলেও অনেক বেসরকারি বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠার পর দীর্ঘ ২২ বছরেও কোনো আর্থিক প্রতিবেদন জমা দেয়নি। নিয়মিত সিন্ডিকেট বৈঠকও করে না কোনো কোনো বিশ্ববিদ্যালয়। বছরের পর বছর আউটার বা শাখা ক্যাম্পাসে একাডেমিক কার্যক্রম পরিচালনা করছে কোনো কোনো প্রতিষ্ঠান। যথাসময়ে উপাচার্য, উপ-উপাচার্য ও কোষাধ্যক্ষ নিয়োগও দেওয়া হয় না। এসব বিশ্ববিদ্যালয়ে অনেক কিছুই স্বচ্ছতার ভিত্তিতে হয় না। বেসরকারি বিশ্ববিদ্যালয়কে নিয়মিত তদারকি করে থাকে বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশন। এর অংশ হিসেবেই ইউজিসি আগামী মাসে এ কর্মসূচি পালন করবে। সাভারের ব্র্যাক সেন্টারে এ বৈঠক অনুষ্ঠিত হতে পারে বলে ইউজিসি সূত্র জানিয়েছে।

শুদ্ধাচার বাস্তবায়ন কমিটি সূত্র জানায়, বেসরকারি বিশ্ববিদ্যালয় আইন, আর্থিক নিয়ম-শৃঙ্খলা, শিক্ষার পরিবেশ, একাডেমিক নানা কার্যক্রমসহ ছাত্রছাত্রীদের স্বার্থে বিভিন্ন সহশিক্ষা কার্যক্রম নিয়েও আলোচনা হবে এ বৈঠকে। সব মিলে যে উদ্দেশ্য নিয়ে বিশ্ববিদ্যালয়ের যাত্রা সে দিকটাকেই গুরুত্ব দেওয়া হবে শুদ্ধাচার বৈঠকে।

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর