শুক্রবার, ১৬ ফেব্রুয়ারি, ২০১৮ ০০:০০ টা
বিমানবন্দরে বিপদ

ওসমানীতে কষ্টের শেষ নেই

নিজস্ব প্রতিবেক, সিলেট

সিলেট ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরে হয়রানির শিকার হচ্ছেন যাত্রী ও দর্শনার্থীরা। বিমানবন্দরে ঢোকার মূল প্রবেশপথে নিরাপত্তার অজুহাত দেখিয়ে আটকে দেওয়া হয় যাত্রীদের গাড়ি। এরপর দর্শনার্থীদের নামিয়ে শুধু যাত্রীকে দেওয়া হয় ভিতরে যাওয়ার অনুমতি। তবে দায়িত্বরত এপিবিএন সদস্যদের হাতে কিছু টাকা গুঁজে দিলেই অনুমতি মেলে গাড়ি ভর্তি স্বজনদের নিয়ে বিমানবন্দরের ভিতরে যাওয়ার। বিমানবন্দরের কনকোর্স হলে দর্শনার্থীদের প্রবেশের সুযোগ না থাকলেও সেখানেও অনিয়ম। দায়িত্বরত এপিবিএন ও আনসার সদস্যদের ‘খুশি’ করতে পারলে সুযোগ মেলে নির্দিষ্ট সময়ের জন্য ভিতরে প্রবেশের। এছাড়া বিদেশ ফেরত যাত্রীরা বিমানবন্দরে নেমে হয়রানির শিকার হওয়ার অভিযোগও মিলে প্রায়ই। বিশেষ করে মধ্যপ্রাচ্যের যাত্রীরা ওসমানী বিমানবন্দরে নামার পর আনসার সদস্যরা তাদের পিছু নেন। সহযোগিতার নামে তাদের কাছে দাবি করেন টাকা। টাকা না পেলে যাত্রীদের হয়রানি করতেও দ্বিধা করেন না তারা।

এই রকম আরও টপিক

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর