বৃহস্পতিবার, ২৬ এপ্রিল, ২০১৮ ০০:০০ টা
চমেক হাসপাতাল

পায়ে ধরেও মায়ের চিকিৎসা করাতে পারেনি

নিজস্ব প্রতিবেদক, চট্টগ্রাম

চট্টগ্রামের সীতাকুণ্ডের দক্ষিণ রহমতনগর গ্রামের বাসিন্দা জাহানারা বেগমকে (৬৫) মুমূর্ষু অবস্থায় গত শনিবার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স থেকে আনা হয় চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালের জরুরি বিভাগে। সেখান থেকে নেওয়া হয় হৃদরোগ বিভাগে। এ বিভাগে বলা হয় ইনি মেডিসিন ওয়ার্ডের রোগী। জাহানারা বেগমের সন্তান আলতাব হোসেন বলেন, ‘সন্ধ্যা ৬টার দিকে আমার মাকে মেডিসিন বিভাগে নেওয়া হয়। তখন একাধিক চিকিৎসক রুমেই ছিলেন। আমি কয়েকবার গিয়ে মায়ের চিকিৎসার জন্য অনুনয় করলেও কেউ আসেননি। কয়েকবার রুম থেকে আমাকে বেরও করে দেওয়া হয়। শেষ পর্যন্ত চিকিৎসকের পায়েও ধরি। তারা বললেন, ‘আপনি যান, আমরা আসতেছি।’ অথচ আমার সামনেই আমার মা ছটফট করছেন। এভাবে বলতে বলতে এক ঘণ্টা পর আমার মায়ের চিকিৎসা করা হয়।

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর