শনিবার, ৮ সেপ্টেম্বর, ২০১৮ ০০:০০ টা

বই পড়া জঙ্গিবাদ থেকে দূরে রাখে : শিক্ষামন্ত্রী

নিজস্ব প্রতিবেদক

বই পড়া জঙ্গিবাদ থেকে দূরে রাখে : শিক্ষামন্ত্রী

শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ বলেছেন, বই পড়ার অভ্যাস ও খেলাধুলা মাদক-জঙ্গিবাদ থেকে দূরে রাখতে পারে। এজন্য প্রতি বছর সারা দেশের শিক্ষাপ্রতিষ্ঠানে খেলাধুলার আয়োজন করে শিক্ষা মন্ত্রণালয়। শিক্ষার্থীদের মধ্যে পাঠ অভ্যাস গড়ে তুলতেও উদ্যোগ রয়েছে মন্ত্রণালয়ের। গতকাল রাজধানীর সেগুনবাগিচায় আন্তর্জাতিক মাতৃভাষা ইনস্টিটিউট মিলনায়তনে আয়োজিত এক অনুষ্ঠানে এসব কথা বলেন তিনি। সাপ্তাহিক ‘সম্ভাবনা’র অনলাইন নিউজ পোর্টালের উদ্বোধন উপলক্ষে এর আয়োজন করা হয়। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সিলেটের বিয়ানীবাজার পৌরসভা মেয়র আবদুস শুকুর। প্রধান অতিথির বক্তব্যে নাহিদ আরও বলেন, শিক্ষা মন্ত্রণালয়ের পক্ষ থেকে ২৫০ উপজেলার শিক্ষাপ্রতিষ্ঠানে ৮৩ লাখ বই প্রদান করা হয়েছে। শিক্ষার্থীদের বই পড়ায় আগ্রহ তৈরিতে বই পড়া প্রতিযোগিতার মাধ্যমে ৬৩ লাখ বই পুরস্কার দেওয়া হয়েছে। প্রতিটি বিদ্যালয়ে সহকারী লাইব্রেরিয়ানের পদ সৃষ্টি করা হচ্ছে। নানা উদ্যোগ নিয়ে শিক্ষার্থীদের বইমুখী করার প্রচেষ্টা অব্যাহত রয়েছে। অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য দেন বিশিষ্ট কবি নির্মলেন্দু গুণ। বক্তব্যে তিনি বলেন, অনেক স্কুলে এখন আর খেলার মাঠ নেই। খেলার মাঠ, লাইব্রেরি না থাকলে শিক্ষাপ্রতিষ্ঠান পরিপূর্ণ হয় না। শিক্ষকদের পাঠাগার ব্যবহারে জোর উদ্যোগ নেওয়ার পক্ষে মত দেন তিনি।

অনুষ্ঠানে সমকালের ভারপ্রাপ্ত সম্পাদক মুস্তাফিজ শফি, শিক্ষা প্রকৌশল অধিদফতরের প্রধান প্রকৌশলী দেওয়ান মো. হানজালা, ক্রীড়া ধারাভাষ্যকার ফোরামের সভাপতি আলফাজ উদ্দিন আহমেদ, কালের কণ্ঠের প্রধান প্রতিবেদক আজিজুল পারভেজ, সম্ভাবনা ডট নিউজের সম্পাদক মাছুম আহমেদ বক্তব্য দেন।

সর্বশেষ খবর