শিরোনাম
রবিবার, ৯ সেপ্টেম্বর, ২০১৮ ০০:০০ টা

চাকরিতে প্রবেশের বয়সসীমা ৩৫ বছর করার দাবি

নিজস্ব প্রতিবেদক

সরকারি চাকরিতে প্রবেশের বয়সসীমা ন্যূনতম ৩৫ বছর করার দাবি জানিয়েছে ইসলামী ছাত্রসেনা। গতকাল জাতীয় প্রেস ক্লাবের সামনে আয়োজিত মানববন্ধন থেকে এ দাবি করা হয়। আয়োজক সংগঠনের ঢাকা মহানগরীর সভাপতি শেখ ফরিদ মজুমদারের সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন ইসলামিক ফ্রন্ট বাংলাদেশের অর্থ সচিব অ্যাডভোকেট শাহীদুল আলম রিজভী। প্রধান বক্তা ছিলেন ছাত্রসেনার সাবেক সভাপতি এম মনির হোসাইন। বয়সসীমা বৃদ্ধির যৌক্তিকতা তুলে ধরে বক্তারা বলেন, উন্নয়নশীল দেশের স্তর থেকে বাংলাদেশ উন্নত বিশ্বের সঙ্গে তাল মিলিয়ে এগিয়ে যাচ্ছে দুর্বার গতিতে। সে লক্ষ্যে প্রধানমন্ত্রী ইতিমধ্যেই বিষয়টি বিবেচনা করছেন।

সর্বশেষ খবর