Bangladesh Pratidin || Highest Circulated Newspaper
শিরোনাম
প্রকাশ : সোমবার, ১৭ সেপ্টেম্বর, ২০১৮ ০০:০০ টা
আপলোড : ১৬ সেপ্টেম্বর, ২০১৮ ২৩:১৪

বসুন্ধরা নিয়ে এলো স্বাস্থ্য সহনীয় উন্নত প্রযুক্তির মশার কয়েল

নিজস্ব প্রতিবেদক

বসুন্ধরা নিয়ে এলো স্বাস্থ্য সহনীয় উন্নত প্রযুক্তির মশার কয়েল
রাজধানীর বসুন্ধরা ইন্ডাস্ট্রিয়াল হেড কোয়ার্টারে এক্সট্রিম মশার কয়েলের মোড়ক উন্মোচন করেন বসুন্ধরা গ্রুপের পরিচালক ইয়াশা সোবহান —বাংলাদেশ প্রতিদিন

বসুন্ধরা গ্রুপের অঙ্গ-প্রতিষ্ঠান বসুন্ধরা পেপার মিলস বাজারে নিয়ে এলো এক্সট্রিম মশার কয়েল। মশার বিরুদ্ধে এক্সট্রিম সুরক্ষা স্লোগানে নতুন এই কয়েলটির আনুষ্ঠানিকভাবে মোড়ক উন্মোচন করা হয়েছে। রাজধানীর বসুন্ধরা ইন্ডাস্ট্রিয়াল হেড কোয়ার্টার-২ এ  কেক কেটে মোড়ক উন্মোচন করেন বসুন্ধরা গ্রুপের পরিচালক ইয়াশা সোবহান। পরে এক সংবাদ সম্মেলনে জানানো হয়, অতি কার্যকরী ডাইমেফ্লুথ্রিন সমৃদ্ধ প্ল্যান্ট ফাইবার দিয়ে তৈরি করা হয়েছে এই কয়েল, যা মাত্র ১৫  সেকেন্ডে মশা দূর করবে। ফাইবার কয়েল হওয়ায় এটি সহজে ভাঙে না। একটানা ৮ ঘণ্টা নিরবচ্ছিন্ন সুরক্ষা দেবে মশার উৎপাত থেকে। পরিবেশ-বান্ধব, কম ধোঁয়া এবং অ্যাসিড মুক্ত হওয়ায় এটি মানব স্বাস্থ্যের জন্য সহনীয়। সংবাদ সম্মেলনে বসুন্ধরা গ্রুপের উপব্যবস্থাপনা পরিচালক মো. মুস্তাফিজুর রহমান বলেন, বছরের বর্ষা মৌসুমে মশাবাহিত সংক্রামক ব্যাধি ডেঙ্গু ও চিকুনগুনিয়ার প্রাদুর্ভাব দেখা দেয়। ঢাকাসহ সারা দেশে এর প্রভাব বিদ্যমান। তাই মশার আক্রমণ থেকে সুরক্ষা পেতে যেমন সচেতনতা দরকার তেমনি প্রয়োজন মশার কয়েলের ব্যবহার। বাজারে নিম্নমানের বিভিন্ন দেশি-বিদেশি কয়েলে সাধারণ মানুষ ক্ষতির শিকার হন। এ জন্য মশার কয়েলের বাজার একটি মানসম্মত, আধুনিক ও কার্যকর সমাধান দেওয়ার জন্যই আমাদের এ যাত্রা শুরু। কয়েলটি খুব অল্প সময়ের মধ্যে সারা দেশে পাওয়া যাবে। মোড়ক উন্মোচন অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন বসুন্ধরা গ্রুপের সিএফও মির্জা মুজাহিদুল ইসলাম, গ্রুপের সেলস পেপার সেক্টর নির্বাহী পরিচালক মো. মাসুদুজ্জামান, হেড অব এমসিএম খায়রুল বশির খান, হেড অব এইচআর মো. দেলওয়ার হোসেন, জিএম মোহাম্মদ তৌফিক হাসান প্রমুখ।


আপনার মন্তব্য

এই বিভাগের আরও খবর