বুধবার, ১৯ সেপ্টেম্বর, ২০১৮ ০০:০০ টা

আশুরার নিরাপত্তা নিয়ে হুমকি নেই

—————— ডিএমপি কমিশনার

নিজস্ব প্রতিবেদক

পবিত্র আশুরা উপলক্ষে রাজধানীর নিরাপত্তা নিয়ে সুনির্দিষ্ট কোনো হুমকি নেই। তবে সব ধরনের ঝুঁকি পর্যালোচনা করে কয়েক স্তরের সুদৃঢ় নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। প্রবেশের চার মুখে চেকপোস্টে সাদা পোশাকে নিরাপত্তা বাহিনী থাকবে। জরুরি পরিস্থিতিতে কাউন্টার টেররিজম ইউনিট, সোয়াত, বোম ডিসপোজাল ইউনিট, ক্রাইম সিন থাকবে। গতকাল সকালে পুরান ঢাকার হোসনি দালানে নিরাপত্তা ব্যবস্থা পর্যবেক্ষণ শেষে এসব কথা বলেন ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি) কমিশনার মো. আছাদুজ্জামান মিয়া। তিনি বলেন, তাজিয়া মিছিলে প্রবেশের সময় দা, ছোরা, কাঁচি, বর্শা, বল্লম, তরবারি, লাঠি, প্রেশারকুকার, টিফিন ক্যারিয়ার ও ব্যাগ বহন নিষিদ্ধ। নিষিদ্ধ করা হয়েছে আতশবাজি ও পটকা ফোটানো। ডিএমপি প্রধান বলেন, মিছিলে ঢাকঢোল, বাদ্যযন্ত্র, উচ্চ শব্দে সাউন্ডবক্স বাজানো যাবে না। মিছিলে ১২ ফুটের বেশি উচ্চতার নিশান ব্যবহার করা যাবে না। মিছিলে বাইরে থেকে কাউকে ঢুকতে দেওয়া হবে না।

মিছিলের শুরু থেকে থাকতে হবে, মাঝখান থেকে কাউকে ঢুকতে দেওয়া হবে না। যে রুটে শোক মিছিল যাবে সেখানে পর্যাপ্ত নিরাপত্তা ব্যবস্থা করা হবে। রাতে যে মিছিলগুলো হয় সেখানে পর্যাপ্ত আলোর ব্যবস্থা করা হবে। এই শোক মিছিলে যাতে যান চলাচলে সমস্যা না হয়, সে জন্য ট্রাফিক বিভাগের পক্ষ থেকে কিছু নিয়ন্ত্রণ আরোপ করা হবে। আগামী ২১ সেপ্টেম্বর পবিত্র আশুরা উদযাপিত হবে।

সর্বশেষ খবর