বৃহস্পতিবার, ১১ অক্টোবর, ২০১৮ ০০:০০ টা

কষ্ট নিয়ে সৌদি থেকে ফিরল ১০৭ শ্রমিক

নিজস্ব প্রতিবেদক

কষ্ট নিয়ে সৌদি থেকে ফিরল ১০৭ শ্রমিক

সৌদি আরব থেকে তিন দিনের ব্যবধানে ১০৭ জন শ্রমিক দেশে ফিরলেন। গতকাল দুপুরে সৌদি এয়ারলাইনসের একটি ফ্লাইটে (এসভি-৮০৬) ৮১ জন শ্রমিক হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে আসেন। চার দিনের ব্যবধানে সৌদি আরব থেকে দেশে ফিরলেন ৩৭১ জন শ্রমিক। এ নিয়ে ফিরে আসা শ্রমিকের সংখ্যা দাঁড়াল ৪৭৮ জন। তবে এর বাইরেও কয়েকটি ফ্লাইটে শ্রমিকরা ফেরত এসেছেন বলে জানা গেছে।

ইমিগ্রেশন পুলিশ সূত্র বলছে, গতকাল ফিরে আসা শ্রমিকের সবাই দাম্মাম থেকে ফিরেছেন। এর আগে সবাই দাম্মামের ডিপোর্ট সেন্টারে আটক ছিলেন। ফিরে আসা শ্রমিকরা বলছেন, তারা একসঙ্গে ১০৭ জন দেশে ফিরেছেন। তাদের সবারই অভিযোগ, সৌদি সরকার ধরে ধরে দেশে পাঠিয়ে দিচ্ছে। সেখানে এদের কথা শোনার মতো কেউ নেই। সৌদি ফেরত নারায়ণগঞ্জের স্বপন বলেন, সৌদি সরকার রাস্তা থেকে ধরে ধরে দেশে পাঠিয়ে দিচ্ছে। বৈধ কাগজপত্র থাকা সত্ত্বেও জেলে দিচ্ছে। দেশে ফেরার অপেক্ষায় আছে কমপক্ষে হাজার খানেক মানুষ। প্রতিদিন পুলিশ ধরছে আর জেলে দিচ্ছে।

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর