Bangladesh Pratidin || Highest Circulated Newspaper
শিরোনাম
প্রকাশ : বৃহস্পতিবার, ১৭ জানুয়ারি, ২০১৯ ০০:০০ টা
আপলোড : ১৭ জানুয়ারি, ২০১৯ ০১:৩৫

মুক্তিযোদ্ধা কল্যাণ ট্রাস্টে দুদকের অভিযান

নিজস্ব প্রতিবেদক

মুক্তিযোদ্ধা কল্যাণ ট্রাস্টে দুদকের অভিযান

বেআইনিভাবে ফ্ল্যাট দখলের অভিযোগে বাংলাদেশ মুক্তিযোদ্ধা কল্যাণ ট্রাস্টে অভিযান চালিয়েছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। অভিযানে অভিযোগের সত্যতাও মিলেছে। দুদক অভিযোগ কেন্দ্রে অভিযোগের পরিপ্রেক্ষিতে গতকাল সংস্থাটির সহকারী পরিচালক মো. জাহিদ কালাম এবং উপসহকারী পরিচালক মো. ফেরদৌস রহমানের নেতৃত্বে এ অভিযান পরিচালনা করা হয়।

অভিযোগে বলা হয়, রাজধানীর গজনবী রোডে মুক্তিযোদ্ধা টাওয়ারের বিভিন্ন ফ্ল্যাট ও দোকানের বেশিরভাগই প্রকৃত যুদ্ধাহত মুক্তিযোদ্ধা নন এমন অনেক অমুক্তিযোদ্ধা দখল করে রেখেছেন। কিছু দুষ্টচক্র সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে ‘ম্যানেজ’ করে অবৈধভাবে মুক্তিযোদ্ধা টাওয়ারের ফ্ল্যাট ও দোকান দখলের সঙ্গে জড়িত। অভিযানকালে মুক্তিযোদ্ধা কল্যাণ ট্রাস্টের ব্যবস্থাপনা পরিচালক (এমডি) দুদক টিমকে জানান, এ দুর্নীতির বিরুদ্ধে দুদকের হস্তক্ষেপ প্রয়োজন। একই সময়ে আরেক দুদক টিম গুলিস্তান কমপ্লেক্সেও অভিযান চালায়। ওই কমপ্লেক্সে দোকান বরাদ্দ প্রাপ্তিতেও অনিয়মের অভিযোগ আছে। এ বিষয়ে দুদকের মহাপরিচালক মোহাম্মাদ মুনীর চৌধুরী বলেন, প্রকৃত মুক্তিযোদ্ধা ও যুদ্ধাহত মুক্তিযোদ্ধাদের স্বার্থরক্ষা করা রাষ্ট্রের অন্যতম দায়িত্ব। যে কোনো অবৈধ দখল, অব্যবস্থাপনা ও অনিয়মের সঙ্গে দুর্নীতি সম্পৃক্ত। তাই দুদক অবিলম্বে এ দুর্নীতি বন্ধে আইনি প্রক্রিয়া শুরু করবে।


আপনার মন্তব্য