শুক্রবার, ১৮ জানুয়ারি, ২০১৯ ০০:০০ টা

সপ্তাহের শেষ দিনে মূল্য সংশোধন শেয়ারবাজারে

নিজস্ব প্রতিবেদক

সপ্তাহের শেষ দিনে মূল্য সংশোধন শেয়ারবাজারে

সপ্তাহের শেষ কার্যদিবস পতনে শেষ হয়েছে শেয়ারবাজারের লেনদেন। তবে পতন হলেও ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) লেনদেন হাজার কোটি টাকার বেশি হয়েছে। গতকাল ডিএসইর প্রধান সূচক ডিএসইএক্স ১৪ পয়েন্ট কমে দাঁড়িয়েছে ৫৮২৫ পয়েন্টে। অপর সূচকগুলোর মধ্যে শরিয়াহ সূচক ১৩ ও ডিএসই-৩০ সূচক ৮ পয়েন্ট কমে দাঁড়িয়েছে যথাক্রমে ১৩০৯ ও ২০০৯ পয়েন্টে। ডিএসইতে টাকার পরিমাণে ১ হাজার ১১ কোটি ৫৬ লাখ টাকার  লেনদেন হয়েছে। যা আগের দিন থেকে ১১ কোটি টাকা বেশি। আগের দিন লেনদেন হয়েছিল ১ হাজার কোটি টাকার। এদিকে ডিএসইতে ৩৪৬টি প্রতিষ্ঠান লেনদেনে অংশ নিয়েছে। এসব প্রতিষ্ঠানের মধ্যে শেয়ার দর বেড়েছে ১১৮টির বা ৩৪ শতাংশের, কমেছে ১৯৬টির বা ৫৭ শতাংশের এবং অপরিবর্তিত রয়েছে ৩২টির বা ৯ শতাংশ প্রতিষ্ঠানের  শেয়ার ও ইউনিট দর। ডিএসইতে টাকার পরিমাণে সর্বোচ্চ লেনদেন হয়েছে এসএস স্টিলের। কোম্পানিটির শুরুর দিনে ৩৮ কোটি ১৭ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে। ২৬ কোটি ৬২ লাখ টাকার লেনদেনে দ্বিতীয় স্থানে উঠে এসেছে খুলনা পাওয়ার এবং ২১ কোটি ৩৩ লাখ টাকা  লেনদেনে তৃতীয় স্থানে উঠে এসেছে ইউনাইটেড ফাইন্যান্স। টপটেন  লেনদেনে উঠে আসা অন্য কোম্পানিগুলোর মধ্যে রয়েছেÑ অ্যাকটিভ ফাইন, জেএমআই সিরিঞ্জ, সন্ধানী লাইফ ইন্স্যুরেন্স, ফাস ফাইন্যান্স,  সোনার বাংলা ইন্স্যুরেন্স, ব্র্যাক ব্যাংক এবং অলিম্পিক। অপর  শেয়ারবাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের (সিএসই) সার্বিক সূচক সিএএসপিআই এদিন ৩৩ পয়েন্ট কমে দাঁড়িয়েছে ১৭ হাজার ৮৬৭ পয়েন্টে। এদিন সিএসইতে হাতবদল হওয়া ২৭৭টি প্রতিষ্ঠানের মধ্যে  শেয়ার দর বেড়েছে ৯০টির, কমেছে ১৫৮টির এবং অপরিবর্তিত রয়েছে ২৯টির দর। আর ৪৯ কোটি ৮৮ লাখ টাকার শেয়ার ও ইউনিট লেনদেন হয়েছে।

সর্বশেষ খবর