রবিবার, ১৭ ফেব্রুয়ারি, ২০১৯ ০০:০০ টা

উন্নয়ন কাজের গতি বাড়াতে হবে

--- - গণপূর্তমন্ত্রী

নিজস্ব প্রতিবেদক, চট্টগ্রাম

চট্টগ্রামের চলমান উন্নয়ন কর্মকান্ডের গতি বাড়ানোর তাগিদ দিয়ে গৃহায়ণ ও গণপূর্তমন্ত্রী অ্যাডভোকেট শ ম রেজাউল করিম বলেছেন, ‘কোনো অজুহাত শুনতে চাই না। উন্নয়ন কাজের গতি বাড়াতে হবে। বাংলাদেশের উন্নয়ন হলে সবাই এর অংশীদার হবেন।’

গতকাল দুপুরে চট্টগ্রাম উন্নয়ন কর্তৃপক্ষ (সিডিএ) ভবনের তৃতীয় তলায় সম্মেলন কক্ষে কর্মকর্তাদের সঙ্গে এক মতবিনিময় সভায় তিনি এ কথা বলেন। সভায় বক্তব্য দেন গৃহায়ণ ও গণপূর্ত মন্ত্রণালয়ের সচিব শহীদ উল্লা খন্দকার, চট্টগ্রাম উন্নয়ন কর্তৃপক্ষের চেয়ারম্যান আবদুচ ছালাম, চউকের বোর্ড সদস্য চট্টগ্রাম উত্তর জেলা আওয়ামী লীগ নেতা জসীম উদ্দিন শাহ, সিটি করপোরেশনের কাউন্সিলর হাসান মুরাদ বিপ্লব ও স্থপতি আশিক ইমরান। এর আগে মন্ত্রী হিসেবে দায়িত্ব নেওয়ার পর প্রথমবার চট্টগ্রাম সফরে এসে সিডিএর বাস্তবায়নাধীন আউটার রিং রোডসহ কয়েকটি প্রকল্প পরিদর্শন করেন।

সর্বশেষ খবর