বৃহস্পতিবার, ২১ ফেব্রুয়ারি, ২০১৯ ০০:০০ টা

প্রেস ক্লাবে স্বরচিত কবিতা পাঠ ও সাংস্কৃতিক অনুষ্ঠান

নিজস্ব প্রতিবেদক

প্রেস ক্লাবে স্বরচিত কবিতা পাঠ ও সাংস্কৃতিক অনুষ্ঠান

আন্তর্জাতিক মাতৃভাষা দিবসকে স্বাগত জানিয়ে রাজধানীতে গতকাল শোভাযাত্রা বের করে সংস্কৃতি কর্মীরা -বাংলাদেশ প্রতিদিন

মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে গতকাল ক্লাব সদস্যদের স্বরচিত কবিতা পাঠ ও সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করে জাতীয় প্রেস ক্লাব কর্র্তৃপক্ষ। ক্লাব চত্বরে বিকালে কবিতা পাঠের অনুষ্ঠানে সভাপতিত্ব করেন কবি আসাদ চৌধুরী ও কবি মাশুক চৌধুরী। অনুষ্ঠানে স্বাগত বক্তব্য দেন জাতীয় প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক ফরিদা ইয়াসমিন। অনুষ্ঠান সঞ্চালনা করেন ক্লাব ব্যবস্থাপনা কমিটির সদস্য ও সাংস্কৃতিক উপকমিটির আহ্বায়ক কুদ্দুস আফ্রাদ। অনুষ্ঠানে আমন্ত্রিত অতিথি ছিলেন বাংলা একাডেমি পুরস্কারপ্রাপ্ত কবি কাজী রোজী। স্বরচিত কবিতা পাঠ করেন আসাদ চৌধুরী, কাজী রোজী, কে জি মোস্তফা, মাহমুদ শফিক, সোহরাব হাসান, আবদুল হাই শিকদার, আহ্সান উল্লাহ্, শামীমা চৌধুরী, রফিক হাসান প্রমুখ। পরে এক সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়। ফরিদা ইয়াসমিন স্বাগত বক্তব্যে ভাষা শহীদের স্মৃতির প্রতি শ্রদ্ধা জানিয়ে বলেন, ভাষা আন্দোলনের পথ ধরেই আমাদের স্বাধীনতা সংগ্রাম, একাত্তর ও স্বাধীন বাংলার অভ্যুদয় হয়েছিল। জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানসহ একাত্তরের সব শহীদের প্রতি শ্রদ্ধা জানান তিনি।

সর্বশেষ খবর