বৃহস্পতিবার, ২৮ ফেব্রুয়ারি, ২০১৯ ০০:০০ টা

বন্দুকযুদ্ধে মাদক ব্যবসায়ী নিহত

নিজস্ব প্রতিবেদক

রাজধানীর পল্টন থানার তালিকাভুক্ত মাদক ব্যবসায়ী কামাল হোসেন (৩৫) পুলিশের সঙ্গে বন্দুকযুদ্ধে নিহত হয়েছেন। মঙ্গলবার রাত ১টার দিকে মহানগর নাট্যমঞ্চের ভিতরে এ ঘটনা ঘটে। এ সময় ঘটনাস্থল থেকে তিন রাউন্ড গুলিভর্তি একটি পিস্তল, ১০০ পিস ইয়াবা ট্যাবলেট ও গাঁজা উদ্ধার করা হয়। তার লাশ ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) মর্গে পাঠিয়েছে পুলিশ।

পল্টন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মাহমুদুল হক জানান, ‘মঙ্গলবার রাতে গোপন তথ্যের ভিত্তিতে জানতে পারি মহানগর নাট্যমঞ্চের ভিতরে কিছু মাদক ও অস্ত্র ব্যবসায়ী অবস্থান করছেন। তারা মাদক ও অস্ত্র বেচাকেনা করবেন। এমন তথ্যের ভিত্তিতে সেখানে অভিযান চালানো হয়। উপস্থিতি টের পেয়ে তারা পুলিশকে লক্ষ্য করে গুলি চালায়। পুলিশও আত্মরক্ষার্থে গুলি করে। পরে ঘটনাস্থলে এক ব্যক্তিকে গুলিবিদ্ধ হয়ে পড়ে থাকতে দেখা যায়। তাকে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

পরে জানা যায়, ওই ব্যক্তির নাম কামাল হোসেন। তিনি পল্টন থানার তালিকাভুক্ত মাদক ব্যবসায়ী। তার বিরুদ্ধে পল্টন থানায় ১০টি ও রমনা থানায় ৪টি মাদক মামলা রয়েছে।’

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর