শনিবার, ২ মার্চ, ২০১৯ ০০:০০ টা

চট্টগ্রামে অস্তিত্ব সংকটে জাতীয় পার্টি

নেই কোনো কর্মসূচি

সাইদুল ইসলাম, চট্টগ্রাম

চট্টগ্রাম মহানগর, উত্তর ও দক্ষিণ জেলা জাতীয় পার্টি (জাপা) অস্তিত্ব সংকটে পড়েছে। তিন সাংগঠনিক কমিটির বা চট্টগ্রামের জাতীয় পার্টি কোনো ধরনের কর্মসূচি নেই বললেই চলে। একাদশ জাতীয় নির্বাচনের পর সাংগঠনিক কার্যক্রমে দেখা দিয়েছে সংকট। রিপোর্ট লেখা পর্যন্ত কোনো কর্মসূচিও দেয়নি দায়িত্বশীল নেতারা। চলতি উপজেলা নির্বাচনেও নেই কোনো ধরনের তৎপরতা। তবে সাংগঠনিক কর্মসূচি না থাকায় ধীরে ধীরে চট্টগ্রামের জাতীয় পার্টি আগামীতে নেতৃত্ব সংকটে পড়বে বলেও জানান তৃণমূলের কিছু নেতা-কর্মী।

দলীয় সূত্রে জানা গেছে, কেন্দ্রীয় কমিটি ঘোষিত বর্তমানে মহানগর জাতীয় পার্টির কমিটিতে সভাপতির দায়িত্ব পালন করছেন দলের প্রেসিডিয়াম সদস্য সোলায়মান আলম শেঠ। এয়াকুব হোসেনকে সাধারণ সম্পাদক করা হয়েছে। এর আগে সভাপতির দায়িত্বে ছিলেন কেন্দ্রীয় কমিটির নেত্রী সাবেক এমপি মেহজাবিন মোরশেদ। তাছাড়া গত একাদশ জাতীয় নির্বাচনের আগেই সংগঠনের নেতাদের ঐক্যবদ্ধ থেকে কাজ করার নির্দেশনাও দিয়েছেন কেন্দ্রীয় নেতারা। তবে দলের প্রধান হুসেইন মুহম্মদ এরশাদের নেতৃত্বে ঐক্যবদ্ধ থেকে মাঠে কাজ করে যাচ্ছেন বলে জানান কমিটির সভাপতি ও প্রেসিডিয়াম সদস্য সোলায়মান আলম শেঠ।

চট্টগ্রাম মহানগর জাতীয় পার্টির সাংগঠনিক সম্পাদক রেজাউল করিম রেজা বলেন, একাদশ নির্বাচনের সময় সাংগঠনিক মিটিং ও দলীয় নানাবিধ কর্মসূচিতে নেতা-কর্মীরা প্রতিনিয়ত উপস্থিত থাকতেন। নির্বাচনের পর কোনো ধরনের কর্মসূচি নেই বললেই চলে। এতে দলের তৃণমূলের নেতা-কর্মীরা আস্থা ও নেতৃত্ব সংকটে পড়ে যাবেন। তবে দ্রুত সাংগঠনিক কর্মসূচিসহ চট্টগ্রামের তিন সাংগঠনিক কমিটি আমূল পরিবর্তন হলে আবারও চাঙ্গাভাব দেখা দেবে বলে জানান তিনি।

দলীয় সূত্রে জানা যায়, চট্টগ্রামের তিন সাংগঠনিক কমিটির নগর, উত্তর ও দক্ষিণ জেলার ৩৩৩ সদস্যের মধ্যে অধিকাংশ সদস্যই নিষ্ক্রিয় রয়েছেন। তবে চট্টগ্রামে জাতীয় পার্টির বিভিন্ন সাংগঠনিক কাজে নেতৃত্ব দিয়ে আসছিলেন দলের প্রেসিডিয়াম   সদস্য জিয়াউদ্দিন আহমদ বাবলু, নগর জাতীয় পার্টির সাবেক সভাপতি মেহজাবিন মোরশেদ, সাবেক নগর সভাপতি প্রেসিডিয়াম সদস্য সোলায়মান আলম শেঠ, পার্টির কেন্দ্রীয় ভাইস চেয়ারম্যান সামশুল ইসলামও।

 

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর