ফায়ার সার্ভিস অ্যান্ড সিভিল ডিফেন্সের তথ্য মতে চট্টগ্রাম নগরে ৩ লাখ ভবন আছে। এর মধ্যে ২ লাখ ৯১ হাজার ভবনই অগ্নিঝুঁকিপূর্ণ। অতিঝুঁকিপূর্ণ অবস্থায় আছে ৪১টি মার্কেট ও ১২টি বস্তি। ফলে বর্তমান সময়ে অগ্নিঝুঁকি নিয়ে চরম মাথাব্যথা হয়ে দাঁড়িয়েছে নগরের ২ লাখ ৯১ হাজার ভবন। অবশ্য অগ্নিঝুঁকিতে থাকা ভবনগুলো ‘ফায়ার সেফটি’র বিষয়টি সম্পূর্ণ কঠোর মনিটরিংয়ের আওতায় আনতে ফায়ার সার্ভিস নগরকে আটটি জোনে ভাগ করেছে। প্রতিটি জোনে দায়িত্ব দেওয়া হয়েছে ২৪ জন কর্মকর্তাকে। ইতিমধ্যে তারা মনিটরিং কার্যক্রম শুরু করেছেন। একই সঙ্গে নগরের ভবনগুলো মনিটরিং করতে চট্টগ্রাম সিটি করপোরেশন (চসিক) গতকাল সাত সদস্যের একটি সার্ভে টিম গঠন করে। ফায়ার সার্ভিস চট্টগ্রামের সহকারী পরিচালক মোহাম্মদ জসিম উদ্দীন বলেন, ‘কোটি কোটি টাকা খরচ করে ভবন তৈরি করেন। কিন্তু লাখ টাকা খরচ করে অগ্নিনির্বাপণ ব্যবস্থা করতে পারেন না। কিন্তু একটি দুর্ঘটনা ঘটলেই আবার কোটি টাকার মতো খরচ হয়ে যায়, ঘটে প্রাণহানিও।’ চসিকের প্রধান নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ সামসুদ্দোহা বলেন, ‘নগরের ভবনগুলো মনিটরিং করতে সাত সদস্যের একটি সার্ভে টিম গঠন করা হয়েছে। এ টিম ভবন নির্মাণে ‘ইমারত নির্মাণ বিধিমালা’ অনুসরণ করেছে কিনা, ভবনে অগ্নিনির্বাপণ ব্যবস্থা আছে কিনা, ঝুঁকিপূর্ণ কিনা, অগ্নিনির্বাপণ ব্যবস্থা আছে কিনাÑ এসব বিষয় খতিয়ে দেখবে। ফায়ার সার্ভিস কার্যালয় সূত্রে জানা যায়, ভবন নির্মাণে সিডিএর অনুমোদনের পর ফায়ার সার্ভিসেরও অনাপত্তিপত্র (এনওসি) এবং ছাড়পত্র নেওয়া বাধ্যতামূলক। কিন্তু মাত্র ৭ শতাংশ ভবনের জন্য ছাড়পত্রের আবেদন করা হয়েছে।
শিরোনাম
- বিপিএল নিলামের নতুন তারিখ ঘোষণা
- স্বর্ণের দাম বেড়েছে
- বগুড়ায় তারেক রহমানের পক্ষে ভোট চেয়ে পথসভা ও গণসংযোগ
- গাজায় ৩ হাজার পুলিশ সদস্যকে প্রশিক্ষণ দিতে চায় ইইউ
- অজিত দোভালকে বাংলাদেশে আসার আমন্ত্রণ জানালেন খলিলুর রহমান
- শেখ হাসিনাকে বন্দী বিনিময় চুক্তির মাধ্যমে ফিরিয়ে রায় কার্যকর করতে হবে : দুলু
- সাইফের স্ট্যালিয়ন্সকে হারাল তাসকিনের নর্দান ওয়ারিয়র্স
- তা’মীরুল মিল্লাত মাদরাসার টঙ্গী শাখা অনির্দিষ্টকালের জন্য বন্ধ ঘোষণা
- ৪২ বছর বয়সে বিশ্বকাপ খেলার সুযোগ পেলেন স্কটিশ গোলরক্ষক গর্ডন
- দেশে থেকেই কার্ড দিয়ে বিদেশি রুটের বিমানের টিকিট কেনা যাবে
- জিয়া পরিবার ফোবিয়ায় যারা ভোগেন, তাদের জনভিত্তি নেই : প্রিন্স
- বাংলাদেশের গণতান্ত্রিক উত্তরণে সমর্থন পুনর্ব্যক্ত করলো ডেনমার্ক
- গণভোট নিয়ে অধ্যাদেশ জারির পর করণীয় বিষয়ে পদক্ষেপ : সিইসি
- শান্তি প্রচেষ্টা জোরদারে আলোচনার জন্য তুরস্কে জেলেনস্কি
- সাংবাদিক খাসোগি হত্যাকাণ্ড নিয়ে সৌদি যুবরাজের পক্ষ নিলেন ট্রাম্প
- কিবরিয়া হত্যায় ৩০ হাজার টাকার চুক্তি হয় : র্যাব
- লাশ পোড়ানোর মামলায় ক্ষমা চেয়ে জবানবন্দি দিলেন রাজসাক্ষী আবজালুল
- শান্তিপূর্ণ নির্বাচন আয়োজনে সামরিক বাহিনীর সহায়তা চাইলেন প্রধান উপদেষ্টা
- চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় দিবস উদযাপন করলো বসুন্ধরা নিবাসী চবিয়ানরা
- ইউক্রেনে রাতভর ড্রোন ও ক্ষেপণাস্ত্র হামলা রাশিয়ার, নিহত ৯
ফায়ার সার্ভিসের মাথা ব্যথা ৩ লাখ ভবন
রেজা মুজাম্মেল, চট্টগ্রাম
প্রিন্ট ভার্সন
টপিক
এই বিভাগের আরও খবর