ফায়ার সার্ভিস অ্যান্ড সিভিল ডিফেন্সের তথ্য মতে চট্টগ্রাম নগরে ৩ লাখ ভবন আছে। এর মধ্যে ২ লাখ ৯১ হাজার ভবনই অগ্নিঝুঁকিপূর্ণ। অতিঝুঁকিপূর্ণ অবস্থায় আছে ৪১টি মার্কেট ও ১২টি বস্তি। ফলে বর্তমান সময়ে অগ্নিঝুঁকি নিয়ে চরম মাথাব্যথা হয়ে দাঁড়িয়েছে নগরের ২ লাখ ৯১ হাজার ভবন। অবশ্য অগ্নিঝুঁকিতে থাকা ভবনগুলো ‘ফায়ার সেফটি’র বিষয়টি সম্পূর্ণ কঠোর মনিটরিংয়ের আওতায় আনতে ফায়ার সার্ভিস নগরকে আটটি জোনে ভাগ করেছে। প্রতিটি জোনে দায়িত্ব দেওয়া হয়েছে ২৪ জন কর্মকর্তাকে। ইতিমধ্যে তারা মনিটরিং কার্যক্রম শুরু করেছেন। একই সঙ্গে নগরের ভবনগুলো মনিটরিং করতে চট্টগ্রাম সিটি করপোরেশন (চসিক) গতকাল সাত সদস্যের একটি সার্ভে টিম গঠন করে। ফায়ার সার্ভিস চট্টগ্রামের সহকারী পরিচালক মোহাম্মদ জসিম উদ্দীন বলেন, ‘কোটি কোটি টাকা খরচ করে ভবন তৈরি করেন। কিন্তু লাখ টাকা খরচ করে অগ্নিনির্বাপণ ব্যবস্থা করতে পারেন না। কিন্তু একটি দুর্ঘটনা ঘটলেই আবার কোটি টাকার মতো খরচ হয়ে যায়, ঘটে প্রাণহানিও।’ চসিকের প্রধান নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ সামসুদ্দোহা বলেন, ‘নগরের ভবনগুলো মনিটরিং করতে সাত সদস্যের একটি সার্ভে টিম গঠন করা হয়েছে। এ টিম ভবন নির্মাণে ‘ইমারত নির্মাণ বিধিমালা’ অনুসরণ করেছে কিনা, ভবনে অগ্নিনির্বাপণ ব্যবস্থা আছে কিনা, ঝুঁকিপূর্ণ কিনা, অগ্নিনির্বাপণ ব্যবস্থা আছে কিনাÑ এসব বিষয় খতিয়ে দেখবে। ফায়ার সার্ভিস কার্যালয় সূত্রে জানা যায়, ভবন নির্মাণে সিডিএর অনুমোদনের পর ফায়ার সার্ভিসেরও অনাপত্তিপত্র (এনওসি) এবং ছাড়পত্র নেওয়া বাধ্যতামূলক। কিন্তু মাত্র ৭ শতাংশ ভবনের জন্য ছাড়পত্রের আবেদন করা হয়েছে।
শিরোনাম
- বাংলাদেশকে নিয়ে শেষ চারে শ্রীলঙ্কা
- সরকারি প্রতিষ্ঠানে প্রশিক্ষণ ভাতা পুনর্নির্ধারণ
- রাবিতে পোষ্য কোটা পুনর্বহাল, উপাচার্যের বাসভবন ঘেরাও
- নেপালকে ৪ গোলে উড়িয়ে দিল বাংলাদেশ
- ইসলামি দলগুলোর ঐক্য নিয়ে যে বার্তা দিলেন হেফাজত আমির
- সিলেটে ব্যাটারিচালিত রিকশা চলবে না : পুলিশ কমিশনার
- যে সকল ভারতীয়দের ভিসা দেবে না যুক্তরাষ্ট্র
- ৯১ রানে ৬ উইকেট হারিয়ে চাপে আফগানিস্তান
- জুলাই বিপ্লব পরবর্তীতে র্যাবের কার্যক্রম প্রশংসিত হয়েছে: স্বরাষ্ট্র উপদেষ্টা
- সার সংকটে ঝিনাইদহের কৃষক, উৎপাদন খরচ বাড়ার শঙ্কা
- ঐকমত্য কমিশনের আলোচনার মাধ্যমে রাজনৈতিক মতভিন্নতার শান্তিপূর্ণ সমাধান হবে : প্রেস সচিব
- লিবিয়ায় মাফিয়াদের গুলিতে নিহত মাদারীপুরের যুবক
- ট্রাম্পের সঙ্গে আমার কোনও সম্পর্ক নেই: ব্রাজিল প্রেসিডেন্ট
- ফিকি লিডারশিপ একাডেমি চালুর উদ্যোগ
- জাপানের প্রথম মহিলা প্রধানমন্ত্রী হতে পারেন তাকাইচি
- শেরপুরে পাহাড়ি ঢলে ঝিনাইগাতীর মহারশি নদীর পানি বিপদসীমার ওপর
- বগুড়ায় অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত ৩টি পরিবারের পাশে তারেক রহমান
- ক্লিন সিটি গড়তে নতুন ল্যান্ডফিল্ড কেনা হবে: মেয়র
- আলোচনা ছাড়া কর্মসূচি গণতন্ত্রের জন্য শুভ নয় : মির্জা ফখরুল
- বলিভিয়ায় বাল্যবিবাহ বন্ধে আইন পাস
ফায়ার সার্ভিসের মাথা ব্যথা ৩ লাখ ভবন
রেজা মুজাম্মেল, চট্টগ্রাম
প্রিন্ট ভার্সন

টপিক
এই বিভাগের আরও খবর