মঙ্গলবার, ৭ মে, ২০১৯ ০০:০০ টা

তারাবিতে মুসল্লির ঢল

নিজস্ব প্রতিবেদক

আহলান সাহলান মোবারক হো মাহে রমজান। আজ প্রথম রোজা। গতকাল বাংলাদেশের আকাশে পবিত্র রমজান মাসের চাঁদ দেখার খবর প্রচারের সঙ্গে সঙ্গে খুশির আমেজ বইতে থাকে মুসলমানদের মাঝে। গতরাতে পবিত্র রমজানের প্রথম তারাবির নামাজ উপলক্ষে রাজধানীতে বায়তুল মোকাররম মসজিদ ও অন্যান্য মসজিদসহ সারা দেশের মসজিদগুলোতে ছিল উপচে পড়া ভিড়। সাহরি খাওয়ার জন্য পাড়া-মহল্লার মসজিদের মাইক থেকে ভোর রাতে মুসল্লিদের বার বার আহ্বান জানানো হয়। পবিত্র কোরআন নাজিলের এই মাসটি যথাযোগ্য মর্যাদা ও ধর্মীয় ভাবগাম্ভীর্যের সঙ্গে পালনের জন্য মসজিদ, মাদ্রাসা ও ঘরে ঘরে নেওয়া হয়েছে নানা প্রস্তুতি। সরকারিভাবে ইসলামিক ফাউন্ডেশনসহ বিভিন্ন প্রতিষ্ঠান প্রকাশ করেছে সাহরি ও ইফতারের সময়সূচি সংবলিত রমজান মাসের বিশেষ ক্যালেন্ডার। এবারও দীর্ঘ সাড়ে ১৪ ঘণ্টার বেশি সময় পানাহার থেকে বিরত থেকে রোজা রাখবেন ধর্মপ্রাণ মুসলমানরা। রোজাদারদের সুবিধার্থে সরকারি, বেসরকারি ও স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠানের অফিস সময়সূচি পরিবর্তন করে সকাল ৯টা থেকে বেলা সাড়ে ৩টা পর্যন্ত করা হয়েছে। পবিত্র মাহে রমজানের আগমনে গতকাল দেশবাসীসহ মুসলিম উম্মাহর প্রতি শুভেচ্ছা জানিয়ে পৃথক বাণী দিয়েছেন রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ, প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও বিরোধীদলীয় নেতা এইচএম এরশাদ।

এই রকম আরও টপিক

সর্বশেষ খবর