Bangladesh Pratidin || Highest Circulated Newspaper
শিরোনাম
প্রকাশ : মঙ্গলবার, ৭ মে, ২০১৯ ০০:০০ টা
আপলোড : ৭ মে, ২০১৯ ০২:০৫

ফের পিছিয়েছে নাইকো মামলার অভিযোগ গঠনের শুনানি

নিজস্ব প্রতিবেদক

ফের পিছিয়েছে নাইকো মামলার অভিযোগ গঠনের শুনানি

বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়াসহ অন্য আসামিদের বিরুদ্ধে নাইকো দুর্নীতি মামলার অভিযোগ গঠনের শুনানি ফের পিছিয়েছে। খালেদা জিয়া অসুস্থ থাকায় আগামী ১৯ মে এ মামলার শুনানির নতুন দিন ঠিক করেছে আদালত। গতকাল পুরান ঢাকার কেন্দ্রীয় কারাগারে স্থাপিত বিশেষ জজ-৯ আদালতের বিচারক শেখ হাফিজুর রহমান এ আদেশ দেন। এর আগে ১২ ফেব্রুয়ারি  খালেদা জিয়ার শারীরিক অবস্থা ভালো নয় জানিয়ে তাঁর চিকিৎসার জন্য আবেদন জানান আইনজীবীরা। এরপর ১ এপ্রিল খালেদা জিয়াকে কারাগার থেকে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয় (বিএসএমএমইউ) হাসপাতালে নেওয়া হয়। এখনো তিনি হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।


আপনার মন্তব্য