শনিবার, ১১ মে, ২০১৯ ০০:০০ টা

স্বপ্ন আগোরা মিনাবাজারে মেয়াদোত্তীর্ণ পণ্য বিক্রি

২৩ প্রতিষ্ঠানকে জরিমানা

নিজস্ব প্রতিবেদক

ভেজাল পণ্য বিক্রি ও মাংসের অতিরিক্ত দামের বিরুদ্ধে গতকালও অভিযান চালিয়েছে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদফতর। সংস্থাটির পাঁচটি টিম রাজধানীর বিভিন্ন স্থানে অভিযান পরিচালনা করে। এ সময় মিরপুর, উত্তরা, আদাবর, কাকরাইল ও শান্তিনগরে স্বপ্ন, আগোরা ও মিনাবাজারসহ ২৩ প্রতিষ্ঠানকে মোট ৩ লাখ ৫৪ হাজার টাকা জরিমানা করা হয়। সংস্থার সহকারী পরিচালক আফরোজা রহমানের নেতৃত্বে চলা অভিযানে ৪ প্রতিষ্ঠানকে ৩৬ হাজার টাকা জরিমানা করা হয়। এর মধ্যে উত্তরার মিনাবাজারকে ৩০ হাজার টাকা, কাকরাইলের হামিদ স্টোরকে ২ হাজার টাকা, মূল্য তালিকা না রাখায় শান্তিনগর কাঁচাবাজারে ঢাকা স্টোরকে ১ হাজার টাকা এবং অস্বাস্থ্যকর পরিবেশে মুরগি মাংস ড্রেসিং করার অভিযোগে মঞ্জুরের মুরগির দোকানকে ৩ হাজার টাকা জরিমানা করা হয়। এদিকে মাসুম আরেফিনের নেতৃত্বে চলা অভিযানে মোড়কজাত পণ্যে উৎপাদনের তারিখ না থাকায় উত্তরার আগোরা এবং স্বপ্ন সুপার শপকে ২৫ হাজার টাকা করে ৫০ হাজার টাকা, মেয়াদোত্তীর্ণ পণ্য বিক্রির অভিযোগে ননী মিষ্টি দই ঘরকে ৫০ হাজার টাকা এবং পচা বাসি খাবার বিক্রির অভিযোগে হাভেলি রেস্টুরেন্টকে ৬০ হাজার টাকা জরিমানা করা হয়।

সর্বশেষ খবর