বুধবার, ১৫ মে, ২০১৯ ০০:০০ টা

মেয়াদোত্তীর্ণ কাঁচামাল দিয়ে চলছে উৎপাদন

ভেজালবিরোধী অভিযান

নিজস্ব প্রতিবেদক

লাইসেন্সের মেয়াদ পেরিয়ে গেছে, তবু পণ্য তৈরিতে ব্যবহৃত হচ্ছে মেয়াদোত্তীর্ণ কাঁচামাল। গতকাল রাজধানীর যাত্রাবাড়ীর কাজলার উত্তরপাড়ায় দাঁতের যতেœ ব্যবহৃত হওয়া বিভিন্ন পণ্যের এক উৎপাদন কারখানায় অভিযান চালিয়ে এমনই দৃশ্য দেখতে পায় জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিফতরের বাজার মনিটরিং টিম। এদিকে পরিমাপে কারচুপির অভিযোগে আলীবাবা ও মুসলিম সুইটসসহ ৩২ প্রতিষ্ঠানের বিরুদ্ধে মামলা করেছে বিএসটিআই। হাই কোর্ট থেকে নিষিদ্ধ হওয়া ৫২টি পণ্য বাজার থেকে সরাতে তিন থেকে চার দিন সময় দিয়েছে নিরাপদ খাদ্য কর্তৃপক্ষ।

গতকাল যাত্রাবাড়ীতে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদফতরের অভিযানে ‘ইভা অ্যান্ড মুকা প্রাইভেট কোম্পানি লিমিটেড’ নামের একটি প্রতিষ্ঠানে অভিযান চালানো হয়। প্রতিষ্ঠানটি ‘পান্ডা’ ব্র্যান্ডের দাঁত মাজার পাউডার, টুথপেস্ট, ট্যালকম পাউডার এবং রং ফরসাকারী ক্রিম প্রস্তুত ও বাজারজাত করে আসছে। অথচ এ প্রতিষ্ঠানের বিএসটিআই লাইসেন্সের মেয়াদ শেষ হয়েছে গত বছর জুন মাসে।

সর্বশেষ খবর