সোমবার, ২৭ মে, ২০১৯ ০০:০০ টা

ভিন্ন কৌশলে আন্দোলনে বিএনপি

জনসম্পৃক্ততা বাড়াতে খুলনায় সামাজিক কর্মসূচি

সামছুজ্জামান শাহীন, খুলনা

ভিন্ন কৌশলে আন্দোলনে বিএনপি

খুলনায় পাটকল শ্রমিকদের ধর্মঘট নিয়ে বিএনপি নেতাদের মোবাইলে কথোপকথন ফাঁস হওয়ার পরও তৃণমূলের মাথাব্যথা ছিল না। বরং পাটকল শ্রমিকদের আন্দোলনে সংহতি জানিয়ে মানববন্ধন করেছে দলটি। পাশাপাশি সারা দেশে শিশু নির্যাতন বন্ধ, দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতির প্রতিবাদ, কৃষকের কাছ থেকে সরাসরি ধান ক্রয়ের দাবিসহ নানা সামাজিক আন্দোলনের কর্মসূচি দেওয়া হয়েছে। 

খুলনায় বিএনপির দায়িত্বশীল নেতারা জানিয়েছেন, এ মুহূর্তে সরকার হঠাও আন্দোলন থেকে সরে এসেছে দলটি। আন্দোলনের কৌশল বদলে জনসম্পৃক্ততা বাড়াতে সামাজিক সংকট নিরসনের দাবি নিয়ে তারা মাঠে নেমেছেন।

জানা যায়, সরকারি দলের হামলা-মামলা ও পুলিশের গ্রেফতার আতঙ্কে রাজপথে কোনো কর্মসূচি পালন করতে পারছে না বিএনপি। সেক্ষেত্রে দলের চেয়ারপারসনের মুক্তির দাবির আন্দোলনে জনসম্পৃক্ত বাড়াতে চাইছে দলটি। বিএনপির কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক ও খুলনা মহানগর বিএনপির সভাপতি নজরুল ইসলাম মঞ্জু বলেন, মাঠপর্যায়ে ঘুরে দাঁড়াতে দলে পুনর্গঠন প্রক্রিয়া শুরু হয়েছে। তবে এখনই সরকার হঠাও আন্দোলন নয়, সাংগঠনিকভাবে আরেকটু গুছিয়ে মাঠে নামতে চায় বিএনপি। এ কারণে সামাজিক সমস্যা নিরসনের দাবিতে আন্দোলনে জনসম্পৃক্ততা বাড়াতে কর্মসূচি দেওয়া হচ্ছে। তবে তৃণমূলের নেতারা মনে করেন, বিএনপি নেতাদের মোবাইলে কথোপকথনে শ্রমিকদের আন্দোলন-সংগ্রামে বিএনপি পাশে আছে এটাই প্রমাণিত হয়েছে। মহানগর বিএনপির সিনিয়র যুগ্ম-সম্পাদক অধ্যক্ষ তারিকুল ইসলাম বলেন, বিগত দিনের হামলা-মামলা ও  গ্রেফতার আতঙ্কে অনেক নেতা-কর্মী ঘরছাড়া। গণতান্ত্রিক আন্দোলনে রাজপথে দাঁড়াতে পারে না বিএনপি। তাই সরকার পরিবর্তন কর্মসূচির বাইরে দলকে চাঙ্গা রাখতে সামাজিক আন্দোলনে জনসম্পৃক্ততা বাড়ানো হচ্ছে। এদিকে দীর্ঘদিন রাজপথে খালেদা জিয়ার মুক্তি আন্দোলনের কর্মসূচি না থাকায় হতাশ হয়ে পড়ছেন তৃণমূলের নেতা-কর্মীরা। আইনি প্রক্রিয়ায় দলীয় চেয়ারপারসনের মুক্তি দিন দিন জটিল হয়ে পড়ছে। তাই রাজপথে আন্দোলনেই বেগম জিয়ার মুক্তি চান তারা। তবে জেলা বিএনপির সভাপতি অ্যাডভোকেট শফিকুল আলম মনা বলেন, গণমানুষের দল হিসেবে বিএনপি সামাজিক কর্মসূচির মাধ্যমে সরকারের ভ্রান্তনীতিকে তুলে ধরছে। বিএনপি এখন দলের পুনর্গঠনের দিকে নজর দিয়েছে। পূর্ণাঙ্গ শক্তি সঞ্চয় করেই বিএনপি বেগম জিয়ার মুক্তি আন্দোলনে যাবে।

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর