সুন্দরবনসহ উপকূলের প্রায় সর্বত্র গোলপাতা জন্মে। মৌসুমে প্রতি বছর সুন্দরবন থেকে বিপুল পরিমাণ গোলপাতা সংগ্রহ করা হয়। কিন্তু গোলপাতা সংগ্রহের নামে অনেকে প্রাকৃতিক সম্পদের ক্ষতি করেন।
এ কারণে সুন্দরবনের ওপর নির্ভরশীলতা কমাতে বিকল্প পদ্ধতিতে বাড়ির আশেপাশে, নিচু এলাকা, জলাশয় ও নদী-খালপাড়সহ বিভিন্ন স্থানে গোলপাতা উৎপাদনের পদক্ষেপ নেওয়ার আহ্বান জানানো হয়েছে। গতকাল খুলনার বটিয়াঘাটায় ‘উপকূলীয় এলাকায় তালগাছ ও গোলপাতার চাষ সম্প্রসারণ’ বিষয়ক প্রশিক্ষণ কর্মশালায় বক্তারা এসব কথা বলেন। বটিয়াঘাটা উপজেলা পরিষদ মিলনায়তনে ম্যানগ্রোভ সিলভিকালচার বিভাগ ও বাংলাদেশ বন গবেষণা ইনস্টিটিউট এ অনুষ্ঠানের আয়োজন করে। বটিয়াঘাটা উপজেলা নির্বাহী কর্মকর্তা আহমেদ জিয়াউর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠানে বক্তৃতা করেন খুলনা ম্যানগ্রোভ সিলভিকালচার বিভাগের রিসোর্চ অফিসার আকরামুল ইসলাম, উপজেলা কৃষি অফিসার কৃষিবিদ রবিউল ইসলাম। প্রশিক্ষক হিসেবে বক্তৃতা করেন ম্যানগ্রোভ সিলভিকালচার বিভাগের বিভাগীয় কর্মকর্তা ড. আ স ম হেলাল সিদ্দীকি।
 
                         
                                     
                                                             
                                     
                                     
                                     
                                     
                                     
                                     
                                     
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                        