বৃহস্পতিবার, ১ আগস্ট, ২০১৯ ০০:০০ টা

চট্টগ্রাম বিমানবন্দর উন্নয়নে ৪৭২ কোটি টাকার দর প্রস্তাব অনুমোদন

নিজস্ব প্রতিবেদক

চট্টগ্রামের শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দর আধুনিকায়নের উদ্যোগ নিয়েছে সরকার। এরই অংশ হিসেবে দেশের দ্বিতীয় বৃহত্তম বিমানবন্দরটির রানওয়ে ও টেক্সিওয়ের শক্তি বাড়ানো হবে। এ আধুনিকায়নের কাজে ব্যয় ধরা হয়েছে ৪৭২ কোটি ৭৫ লাখ ৬৮ হাজার টাকা।

এ সংক্রান্ত একটি ক্রয় প্রস্তাব গতকাল সরকারি ক্রয় সংক্রান্ত মন্ত্রিসভা কমিটিতে অনুমোদন করা হয়েছে। এতে সভাপতিত্ব করেন অর্থমন্ত্রী আ হ ম মুস্তফা কামাল। বৈঠক শেষে অর্থমন্ত্রী বলেন, চট্টগ্রামকে কমার্শিয়াল হাব হিসেবে রূপান্তর করতে শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরের উন্নয়ন করা হচ্ছে। এর ফলে এ বিমানবন্দরে বড় বড় এয়ারক্রাফট ওঠানামা করতে পারবে। এ জন্য এ বিমানবন্দরটির আধুনিকায়নের কাজ হাতে নেওয়া হয়েছে। তিনি বলেন, আমাদের জ্বালানি দক্ষতা ও সংরক্ষণ বৃদ্ধি কার্যক্রমে অর্থায়ন প্রকল্পের কারিগরি সহযোগিতা দেওয়ার জন্য পরামর্শক হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে জাপানের বিখ্যাত প্রতিষ্ঠান মিৎসুবিশি রিচার্স ইনস্টিটিউট আইএনসিকে।  এ জন্য প্রতিষ্ঠানটিকে দিতে হবে ৫৯ কোটি ৭৬ লাখ ৫৪ হাজার ৯২৯ টাকা। প্রকল্পটি জাপান ইন্টারন্যাশনাল কো-অপারেশন এজেন্সি (জাইকা) ও বাংলাদেশ সরকারের অর্থায়নে বাস্তবায়ন হবে।

সর্বশেষ খবর