শুক্রবার, ১৩ সেপ্টেম্বর, ২০১৯ ০০:০০ টা

ঘুষ না দেওয়ায় মাদক মামলায় জেলে কলেজছাত্র

নিজস্ব প্রতিবেদক, রাজশাহী

রাস্তা থেকে ধরে গাড়িতে আটকে রাখার প্রতিবাদ করায় নির্যাতন। এরপর মাদক মামলা দেওয়ার হুমকি দিয়ে ২ লাখ টাকা মুক্তিপণ দাবি। সেই টাকা না পেয়ে কলেজছাত্রকে মাদক মামলায় হাজতে পাঠিয়েছে রাজশাহী মহানগরের চন্দ্রিমা থানা পুলিশ। শুধু তাই নয়, সেই ছাত্রের বাবাকে নিয়ে রাতভর নগরজুড়ে ঘুরেও বেড়িয়েছে পুলিশ। চন্দ্রিমা থানার পাঁচ পুলিশ সদস্যের বিরুদ্ধে এমন অভিযোগ উঠেছে। মাদক মামলায় হাজতে পাঠানো ছাত্র ফয়সাল আলী সাগরের (১৭) মা রোকসানা পারভীন পুলিশের ঊর্ধ্বতন কর্তৃপক্ষের কাছে লিখিত অভিযোগ করেছেন। অভিযোগ সূত্রে জানা গেছে, সাগর নগরীর শহীদ বুদ্ধিজীবী সরকারি কলেজের বাণিজ্য বিভাগের প্রথম বর্ষের ছাত্র। গত ৭ সেপ্টেম্বর সন্ধ্যায় বাড়ি ফিরছিল সে। এ সময় খোদাবক্স মোড়ের কাছে একদল পুলিশ সাগরকে থামায়। সেখানে তার দেহ তল্লাশি করে কিছু না পেয়েও আটক করে রাখে। এ নিয়ে পুলিশের সঙ্গে তার কথা কাটাকাটি হয়। এতে ক্ষিপ্ত হয়ে এসআই শাহীনুর ইসলাম তাকে গাড়ির নিচে ফেলে দেয়। রোকসানা পারভীন জানান, রাত ৯টার দিকে সাগরকে থানায় নিয়ে যাওয়া হয়। সেখানেও দ্বিতীয় দফায় সাগরকে নির্যাতন করা হয়। এরপর তাদের কাছে ২ লাখ টাকা দাবি করা হয়। টাকা না দেওয়ায় সাগরকে জেল হাজতে পাঠিয়ে দেয়।

নগর পুলিশের মুখপাত্র অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার গোলাম রুহুল কুদ্দুস বলেন, ‘এ বিষয়ে আমি এই মুহূর্তে বলতে পারছি না। যদি অভিযোগ আসে তাহলে আমরা তদন্ত করার নির্দেশ দিই।’

সর্বশেষ খবর