শনিবার, ২১ সেপ্টেম্বর, ২০১৯ ০০:০০ টা

শিশুদের কণ্ঠে ধরিত্রী সুরক্ষার ডাক

নিজস্ব প্রতিবেদক

বৈশ্বিক উষ্ণতা বৃদ্ধির ফলে জলবায়ু পরিবর্তনের বিরূপ প্রভাব থেকে পৃথিবীকে রক্ষার আহ্বান জানিয়েছে শিশুরা। গতকাল সকাল ১০টা থেকে বেলা ১২টা পর্যন্ত জাতীয় সংসদের পাশে মানিক মিয়া অ্যাভিনিউয়ে জমায়েত হয়ে রাজধানীর বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের কয়েক হাজার শিক্ষার্থী এ আহ্বান জানায়। তারা বিশ্বব্যাপী জলবায়ু পরিবর্তনের ক্ষতিকর প্রভাব এবং তা প্রতিরোধে পদক্ষেপ গ্রহণের দাবি জানিয়ে প্ল্যাকার্ড প্রদর্র্শন করে। স্থপতি ইকবাল হাবিব, পরিবেশকর্মী সৈয়দা রিজওয়ানা হাসানসহ অধিকারকর্মীরা বক্তব্য দেন। সৈয়দা রিজওয়ানা হাসান বলেন, ‘ধনী দেশগুলোর বিভিন্ন উন্নয়ন কর্মকাে র কারণে বিশ্বের উষ্ণতা বাড়ছে। জলবায়ু ও পরিবেশগত নানা বৈরী আচরণ দেখা যাচ্ছে। জলবায়ু পরিবর্তনের খারাপ প্রভাব রোধ করতে না পারলে পৃথিবী বাসযোগ্য থাকবে না।’

স্থপতি ইকবাল হাবিব বলেন, ‘জলবায়ু পরিবর্তনের হুমকি নিয়ে বাংলাদেশের শিশুরাও সোচ্চার হয়েছে। আগামীর পৃথিবী এই শিশুদের জন্য। তাই এই পৃথিবীর ভবিষ্যৎ নিয়ে কিছু বলার অধিকার অবশ্যই শিশুদের রয়েছে।’

সংক্ষিপ্ত সমাবেশ শেষে জলবায়ু পরিবর্তন নিয়ে সচেতনতা সৃষ্টির লক্ষ্যে একটি বর্ণাঢ্য র‌্যালিতে অংশ নেয় শিশুরা। পরে জলবায়ু পরিবর্তনের ক্ষতিকর প্রভাব থেকে পৃথিবীকে রক্ষায় শপথ নেয় তারা। বিশ্ব জলবায়ু পরিবর্তন মোকাবিলায় সুইডিশ কিশোরী গ্রেটা থানবার্গের আহ্বানে সাড়া দিয়ে বিশ্বব্যাপী জলবায়ু পরিবর্তন রোধে ২০ সেপ্টেম্বর থেকে পরবর্তী এক সপ্তাহ পর্যন্ত শিশুদের প্রতিবাদ কর্মসূচির অংশ হিসেবে বাংলাদেশের শিশুরা কর্মসূচি পালন করে। শিশু-কিশোর নেটওয়ার্ক ন্যাশনাল চিলড্রেন্স টাস্কফোর্স, গার্লস গাইড এবং রোভার স্কাউটের নেতৃত্বে ও ব্যবস্থাপনায় কর্মসূচিতে সহযোগিতা করেছে সেভ দ্য চিলড্রেন ইন বাংলাদেশ ও গ্রিন সেভার্স অ্যাসোসিয়েশন।

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর