সিলেটে আবারও পিয়াজের বাজার লাগামহীন। অভিযান তোয়াক্কা না করে ব্যবসায়ীরা নিজেদের খেয়ালখুশি মতো বাড়িয়ে চলেছেন পিয়াজের দাম। তবে বাজারে জোগান কম থাকায় পিয়াজের দাম বেড়েছে বলে দাবি করছেন ব্যবসায়ীরা। গতকালও ভ্রাম্যমাণ আদালত সিলেটের পাইকারি বাজার কালিঘাটে পাঁচটি দোকানকে অধিক মূল্যে পিয়াজ বিক্রির দায়ে জরিমানা করেছে। যেসব ব্যবসা প্রতিষ্ঠানকে জরিমানা করা হয়েছে সেগুলো হলো- সুমন বিজনেস সেন্টার, সাদিক ট্রেডার্স, এমডি এন্টারপ্রাইজ, সন্তোষী ভা ার-২ ও হাজী সমছু মিয়া এন্ড সন্স। খোঁজ নিয়ে জানা গেছে, ভারত থেকে আমদানি বন্ধের পর সিলেটে প্রতি কেজি পিয়াজের দাম ১৩০ টাকায়ও বিক্রি হয়। এরপর প্রশাসন অভিযানে নামার পর ধীরে ধীরে কিছুটা কমতে থাকে দাম। কঠোর বাজার নিয়ন্ত্রণের ফলে গত ৯ অক্টোবর পাইকারি বাজারে পিয়াজের দাম কমে প্রতি কেজি ৪৭ থেকে ৫৩ টাকায় (প্রকারভেদে) বিক্রি হয়। ওই সময় খুচরা বাজারেও প্রতি কেজি পিয়াজ বিক্রি হয় ৫০ থেকে ৬০ টাকায়। কিন্তু ১০ অক্টোবর থেকে আবারও ধীরে ধীরে পিয়াজের দাম বাড়তে থাকে। গতকাল পাইকারি বাজারে প্রতি কেজি পিয়াজ ৮৫-৯৭ টাকায় বিক্রি হতে দেখা গেছে। ফলে খুচরা বাজারেও পিয়াজের দাম স্পর্শ করে ১০০ টাকা। খবর পেয়ে গতকাল দুপুরে সিলেটের পাইকারি বাজারে অভিযানে নামে জেলা প্রশাসনের ভ্রাম্যমাণ আদালত। অধিক মুনাফার লোভে দাম বাড়িয়ে দেওয়া পাঁচ বিক্রেতাকে এ সময় জরিমানা করা হয়। পাইকারি বাজারে দাম বৃদ্ধি পাওয়ায় খুচরা বাজারও সমন্বয়হীন হয়ে পড়ে। সিলেট জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট জাহাঙ্গীর আলম জানান, নানা অজুহাতে ব্যবসায়ীরা পিয়াজের দাম অতিরিক্ত বাড়িয়ে দিয়েছেন। খবর পেয়ে অভিযান চালানো হয়। পিয়াজের বাজার স্থিতিশীল রাখতে এ অভিযান অব্যাহত থাকবে।
শিরোনাম
- জরুরি প্রয়োজন ছাড়া চিকিৎসকদের বদলি-পদায়ন আপাতত বন্ধ
- জকসু’র খসড়া ভোটার তালিকা প্রকাশ, মোট ভোটার ১৬৩৬৫
- আফগানিস্তানে ফের গোলাবর্ষণ পাকিস্তানের
- জবিতে প্রথমবর্ষের ভর্তি আবেদন শুরু ২০ নভেম্বর
- মুন্সীগঞ্জ থেকে পাসপোর্ট নিয়ে পরিবারের সঙ্গে ইতালি গেল বিড়াল ‘ক্যান্ডি’
- শহিদুল আলমের মনোনয়নের দাবিতে সাতক্ষীরা-৩ আসনে বিক্ষোভ সমাবেশ
- চীনের ট্যুরিজম ডেভেলপমেন্ট প্রোগ্রামে আমন্ত্রণ পেলেন শাবির অধ্যাপক ইফতেখার
- মাদারীপুরে জাহানকে মনোনয়ন দেওয়ার দাবিতে মিছিল
- ৪৪তম বিসিএসের ফলাফল পুনঃপ্রকাশ
- লজিস্টিক নীতিমালা প্রণয়নে বিনিয়োগ ও রপ্তানিতে আসবে গতি : প্রেস সচিব
- নতুন রূপে ফিরছে ‘প্রিডেটর’, এবার দেখা যাবে বাংলাদেশেও
- যৌথ বাহিনীর অভিযানে সারা দেশে আটক ১৯৪
- গাকৃবিতে ‘গমের ব্লাস্ট রোগ দ্রুত শনাক্তকরণ কিটের কার্যকারিতা যাচাই’ শীর্ষক কর্মশালা অনুষ্ঠিত
- প্রতিদ্বন্দ্বীর মায়ের দোয়া নিয়ে গণসংযোগ শুরু করলেন বিএনপি প্রার্থী আনিসুল
- ট্রাফিক আইন লঙ্ঘনে ডিএমপির ১৭৪৯ মামলা
- কিউ-এস র্যাংঙ্কিং: এশিয়ার শীর্ষ বিশ্ববিদ্যালয়ের তালিকায় বিইউবিটি
- এনসিপির মনোনয়ন ফরম বিক্রি শুরু, মূল্য ১০ হাজার টাকা
- স্ত্রী-সন্তানদের নিয়ে অপসোনিনের ছাঁটাই শ্রমিকদের অবস্থান কর্মসূচি
- মাগুরায় দুস্থ রোগী ও শিক্ষার্থীদের মাঝে চেক বিতরণ
- অনশনরত তারেকের পাশে রিজভী, বিএনপির সংহতি ঘোষণা
ঠেকানো যাচ্ছে না পিয়াজের দাম
শাহ্ দিদার আলম নবেল, সিলেট
প্রিন্ট ভার্সন
এই বিভাগের আরও খবর
সর্বশেষ খবর