সিলেটে আবারও পিয়াজের বাজার লাগামহীন। অভিযান তোয়াক্কা না করে ব্যবসায়ীরা নিজেদের খেয়ালখুশি মতো বাড়িয়ে চলেছেন পিয়াজের দাম। তবে বাজারে জোগান কম থাকায় পিয়াজের দাম বেড়েছে বলে দাবি করছেন ব্যবসায়ীরা। গতকালও ভ্রাম্যমাণ আদালত সিলেটের পাইকারি বাজার কালিঘাটে পাঁচটি দোকানকে অধিক মূল্যে পিয়াজ বিক্রির দায়ে জরিমানা করেছে। যেসব ব্যবসা প্রতিষ্ঠানকে জরিমানা করা হয়েছে সেগুলো হলো- সুমন বিজনেস সেন্টার, সাদিক ট্রেডার্স, এমডি এন্টারপ্রাইজ, সন্তোষী ভা ার-২ ও হাজী সমছু মিয়া এন্ড সন্স। খোঁজ নিয়ে জানা গেছে, ভারত থেকে আমদানি বন্ধের পর সিলেটে প্রতি কেজি পিয়াজের দাম ১৩০ টাকায়ও বিক্রি হয়। এরপর প্রশাসন অভিযানে নামার পর ধীরে ধীরে কিছুটা কমতে থাকে দাম। কঠোর বাজার নিয়ন্ত্রণের ফলে গত ৯ অক্টোবর পাইকারি বাজারে পিয়াজের দাম কমে প্রতি কেজি ৪৭ থেকে ৫৩ টাকায় (প্রকারভেদে) বিক্রি হয়। ওই সময় খুচরা বাজারেও প্রতি কেজি পিয়াজ বিক্রি হয় ৫০ থেকে ৬০ টাকায়। কিন্তু ১০ অক্টোবর থেকে আবারও ধীরে ধীরে পিয়াজের দাম বাড়তে থাকে। গতকাল পাইকারি বাজারে প্রতি কেজি পিয়াজ ৮৫-৯৭ টাকায় বিক্রি হতে দেখা গেছে। ফলে খুচরা বাজারেও পিয়াজের দাম স্পর্শ করে ১০০ টাকা। খবর পেয়ে গতকাল দুপুরে সিলেটের পাইকারি বাজারে অভিযানে নামে জেলা প্রশাসনের ভ্রাম্যমাণ আদালত। অধিক মুনাফার লোভে দাম বাড়িয়ে দেওয়া পাঁচ বিক্রেতাকে এ সময় জরিমানা করা হয়। পাইকারি বাজারে দাম বৃদ্ধি পাওয়ায় খুচরা বাজারও সমন্বয়হীন হয়ে পড়ে। সিলেট জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট জাহাঙ্গীর আলম জানান, নানা অজুহাতে ব্যবসায়ীরা পিয়াজের দাম অতিরিক্ত বাড়িয়ে দিয়েছেন। খবর পেয়ে অভিযান চালানো হয়। পিয়াজের বাজার স্থিতিশীল রাখতে এ অভিযান অব্যাহত থাকবে।
শিরোনাম
- হবিগঞ্জে ১৩৫ জনের বিরুদ্ধে হত্যা মামলা
- চুয়েটে ছাত্রদলের কমিটিতে থাকা নয় শিক্ষার্থীকে কারণ দর্শানোর নোটিশ
- ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে আরও একজনের মৃত্যু, হাসপাতালে ৩৯১
- মালয়েশিয়ায় আন্তর্জাতিক মেশিনারি মেলায় অংশ নিল বাংলাদেশ
- অতিরিক্ত সচিবসহ তিনজন ওএসডি
- রংপুরে বেড়েছে চালের দাম
- টাঙ্গাইলে ১৫শ’ রোগীকে বিনামূল্যে চিকিৎসা সেবা
- টাঙ্গাইলে এসইএফ-এর উদ্যোগে দুই শতাধিক শিক্ষার্থীকে বৃত্তি প্রদান
- নির্বাচনের প্রস্তুতি নিতে বলার পরই সংকট তৈরির নানা ষড়যন্ত্র শুরু : ফারুক
- আশ্রয়কেন্দ্রে হাসিনা বেগমের বোবাকান্না
- বিএনপি কোনো গুম-হত্যা-সন্ত্রাস প্রশ্রয় দেবে না : দুলু
- নরওয়ের কাছে ২.৬ বিলিয়ন ডলারের হেলিকপ্টার বিক্রি করছে যুক্তরাষ্ট্র
- ‘নির্বাচনের আগেই আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নয়নে বদ্ধপরিকর সরকার’
- নোয়াখালীতে ধীরগতিতে নামছে পানি, কয়েকটি গ্রামে বেড়েছে পানি
- লেনদেনের দ্বন্দ্বে ভাঙারি ব্যবসায়ীকে হত্যা : ডিএমপি
- চাঁদাবাজির অভিযোগে যুবদল নেতা ফাহিমকে বহিষ্কার, আইনি ব্যবস্থা নেয়ার আহ্বান
- সম্পূর্ণ সত্য বললে চৌধুরী মামুনকে ক্ষমার বিষয়টি বিবেচনা করা হবে : ট্রাইব্যুনাল
- কিউবার প্রেসিডেন্টের ওপর ভিসা নিষেধাজ্ঞা দিল যুক্তরাষ্ট্র
- ঢাকায় বিশ্বব্যাংকের ভাইস প্রেসিডেন্ট
- মিটফোর্ডের ঘটনায় কিছু দল ফায়দা লোটার চেষ্টা করছে: রিজভী