বুধবার, ১৬ অক্টোবর, ২০১৯ ০০:০০ টা

প্রধানমন্ত্রীর সাক্ষাৎ চেয়ে শিক্ষকদের গণঅবস্থান

নিজস্ব প্রতিবেদক

স্বীকৃতিপ্রাপ্ত সব শিক্ষাপ্রতিষ্ঠান একযোগে এমপিওভুক্তির দাবি ও প্রধানমন্ত্রীর সাক্ষাৎ চে?য়ে গণঅবস্থান করেছেন শিক্ষকরা। গতকাল জাতীয় প্রেস ক্লাবের সামনে নন-এমপিও শিক্ষাপ্রতিষ্ঠান শিক্ষক-কর্মচারী ফেডারেশনের ব্যানারে অবস্থান কর্মসূচি পালন করেন তারা।

ফেডারেশনের সভাপতি গোলাম মাহমুদুন্নবী ডলার বলেন, আমরা শুরু থেকেই স্বীকৃতিপ্রাপ্ত সব প্রতিষ্ঠান এমপিওভুক্ত করার দাবি জানাচ্ছি। তিনি বলেন, যে পর্যন্ত এসব শিক্ষাপ্রতিষ্ঠান এমপিওভুক্ত করা না   হবে সে পর্যন্ত আমরা এখানে অবস্থান করে যাব এবং প্রয়োজনে আরও কঠোর কর্মসূচি দিতে বাধ্য হব। শিক্ষকরা জানান, আজও জাতীয় প্রেস ক্লাবের সামনে গণঅবস্থান কর্মসূচি অব্যাহত থাকবে। প্রধানমন্ত্রীর সঙ্গে স্বাক্ষাতের কোনো নির্দেশনা না পাওয়া গেলে আগামীকাল বেলা ১১টায় গণঅবস্থান কর্মসূচি থেকে প্রধানমন্ত্রীর সাক্ষাতের উদ্দেশে পদযাত্রা করা হবে। পদযাত্রায় বাধা এলে আমরণ অনশনে যাবেন শিক্ষকরা।

 

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর