সোমবার, ২৮ অক্টোবর, ২০১৯ ০০:০০ টা

ভাওয়াইয়ার সুরে নিমগ্ন শ্রোতা

সাংস্কৃতিক প্রতিবেদক

ভাওয়াইয়ার সুরে নিমগ্ন শ্রোতা

ভাওয়াইয়াকে জনপ্রিয় করে তোলার ক্ষেত্রে নিরলস কাজ করেছেন আব্বাসউদ্দীন আহমদ। দেশের সীমানা ছাড়িয়ে আন্তর্জাতিক অঙ্গনেও প্রান্তিক মানুষের এই লোকসংগীতকে ছড়িয়ে দিয়েছেন আব্বাসউদ্দীন আহমদ। প্রিয়ার প্রতি প্রিয়তমের গভীর অনুরাগ ও হাহাকার সেই সঙ্গে গ্রামের খেটে খাওয়া মানুষের চিত্রপট বর্ণিত হয়েছে ভাওয়াইয়ার বাণী আর সুরে। আর শিল্পীরাও সেই সুরকে হৃদয়ে ধারণ করে কণ্ঠের মাধুর্যতায় ভাওয়াইয়াকে এদেশের সংগীতানুরাগীদের দ্বারে দ্বারে পৌঁছে দিয়েছেন। ভাওয়াইয়ার আবেগময় কথা ও হৃদয় ছোঁয়া সুরে শিল্পকলা একাডেমিতে হেমন্তের সন্ধ্যাটিও উপভোগ্য করে তুলছিল শিল্পীরা। শেকড়ের সুরে মিলনায়তনভর্তি দর্শকরা মেতেছিলেন ভালোলাগা আর ভালোবাসার আবেশে।  গতকাল সন্ধ্যায় শিল্পকলা একাডেমির সংগীত ও নৃত্যকলা কেন্দ্র মিলনায়তনে অনুষ্ঠিত হয় এই ভাওয়াইয়ার আসর। কিংবদন্তি মরমি শিল্পী আব্বাসউদ্দীন আহমদের ১১৮তম জন্মবার্ষিকী উপলক্ষে এই আসরের আয়োজন করে গানের দল ভাওয়াইয়া অঙ্গন। অনুষ্ঠানে ভাওয়াইয়ার সুর ছড়িয়ে দেন নাদিরা বেগম, পূর্ণ চন্দ্র রায়, সাজু আহমেদ, রহিমা খাতুন, এরফান হোসেন, সাহস মোস্তাফিজ, পলাশ আহমেদ চৌধুরী, সালমা মোস্তাফিজ, মনিকা মোস্তাফিজ মন, কাঁকন, মুক্তা প্রমুখ।

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর