শনিবার, ৯ নভেম্বর, ২০১৯ ০০:০০ টা

পিয়াজেরও উন্নতি হয়েছে, এক হালি ৩০ টাকা : মান্না

নিজস্ব প্রতিবেদক

নাগরিক ঐক্যের আহ্বায়ক মাহমুদুর রহমান মান্না পিয়াজের দাম নিয়ন্ত্রণে সরকারের ব্যর্থতার অভিযোগ এনে বলেন, পিয়াজের দাম এখন এক হালি ৩০ টাকা। পিয়াজেরও উন্নতি হয়েছে। সব জিনিসপত্রের দাম বাড়িয়ে দিয়েছে। এরা জনগণের সরকার নয়, লুটেরাদের সরকার। জনগণের কাছে তাদের জবাবদিহিতা নেই। গতকাল বিকালে রাজধানীর জাতীয় প্রেস ক্লাবে নাগরিক ঐক্য আয়োজিত সমাবেশে মান্না এ অভিযোগ করেন। সংসদ বাতিল, সরকারের পদত্যাগ এবং অংশগ্রহণ মূলক গ্রহণযোগ্য নির্বাচনের দাবিতে এই সমাবেশের আয়োজন করা হয়। সমাবেশে আরও বক্তব্য দেন নাগরিক ঐক্যের  কেন্দ্রীয় নেতা মমিনুল ইসলাম, আতিকুর রহমান, শহীদুল্লাহ কায়সার, ড. জাহেদ-উর রহমান প্রমুখ। জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের ছাত্রছাত্রীদের নিয়ে প্রধানমন্ত্রীর বক্তব্যের সমালোচনা করে নাগরিক ঐক্যের আহ্বায়ক মান্না বলেন, ছাত্রলীগের নেতারা চাঁদা চাওয়ায় তাদের পদ চলে  গেল। কিন্তু যিনি টাকা ভাগ করে দিলেন, তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হলো না। এখন বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা নিরাপদ নয়। ছাত্রলীগের বড় ভাইদের সালাম করে চলতে হয়। মাথা নিচু করে চলতে হয়।

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর