শনিবার, ১৮ জানুয়ারি, ২০২০ ০০:০০ টা
বাংলাদেশ দিবস ৯ ফেব্রুয়ারি

কলকাতা বইমেলা ২৯ জানুয়ারি শুরু

নয়াদিল্লি প্রতিনিধি

আগামী ২৯ জানুয়ারি থেকে ৯ ফেব্রুয়ারি কলকাতায় ৪৪তম আন্তর্জাতিক বইমেলা হবে। গতকাল দিল্লিতে পাবলিশার্স বুক গিল্ডের সভাপতি ত্রিদিবস চ্যাটার্জি এক সংবাদ সম্মেলনে এ ঘোষণা দেন। এ মেলার শেষ দিন বাংলাদেশ দিবস পালন হবে। এবারের বইমেলার মূল থিম রাশিয়া। সংবাদ সম্মেলনে উপস্থিত দিল্লিতে নিযুক্ত রাশিয়ার রাষ্ট্রদূত কুরাশেভ নিকোলাই রিশাতোভিচ জানান, বইমেলায় এবার রাশিয়ার আধুনিক ও চিরন্তন পুস্তক ও শিশু সাহিত্যের বাংলা অনুবাদ প্রকাশ হবে। ২৯ জানুয়ারি বিকাল ৪টায় সল্টলেকের সেন্ট্রাল পার্কে বইমেলার উদ্বোধন করবেন রুশ রাষ্ট্রদূত ও পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি। বইমেলা উপলক্ষে সাহিত্য সম্মেলন হবে। সেখানে অস্ট্রেলিয়া, ফ্রান্স, যুক্তরাজ্য যুক্তরাষ্ট্র, আর্জেন্টিনা, পেরু থেকে বিশিষ্ট সাহিত্যিকরা অংশগ্রহণ করবেন। গত বছর বইমেলায় ২ কোটি ৪০ লাখ বইপ্রেমী অংশ নেন। বই বিক্রি হয়েছে ২১ কোটি রুপির। রুশ রাষ্ট্রদূত বলেন, বইমেলার সময়ই রুশ সাহিত্য বাংলায় অনুবাদ হওয়ার কাজ শুরু হবে আনুষ্ঠানিকভাবে। বাংলা বইও রুশ ভাষায় অনূদিত হবে। অনুবাদের দায়িত্ব নিয়েছে রুশ ফেডারেশনের অনুবাদ সংস্থা। যেসব দেশের পুস্তক বিক্রেতারা অংশ নেবেন তার মধ্যে বাংলাদেশ ছাড়াও ইউরোপ-আমেরিকার বিশিষ্ট পুস্তক সংস্থা অংশ নেবে। ভারতের বিভিন্ন প্রদেশের পুস্তক প্রকাশক সংস্থাও অংশ নেবে। এ বছর বইমেলায় ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের ২০০ বছর জন্মবার্ষিকী বিশেষভাবে উদ্যাপন হবে। বইমেলা উপলক্ষে সাহিত্য সম্মেলন চলবে ৬ থেকে ৮ ফেব্রুয়ারি।

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর