ঢাকা দক্ষিণ সিটি নির্বাচনে কোনো রকমের রাষ্ট্রীয় বা পারিবারিক প্রভাব বিস্তার না করার জন্য আওয়ামী লীগের মেয়র প্রার্থী শেখ ফজলে নূর তাপসের প্রতি আহ্বান জানিয়েছেন বিএনপি প্রার্থী ইঞ্জিনিয়ার ইশরাক হোসেন। তিনি বলেন, নির্বাচনে কোনো প্রার্থী বা পরিবারের প্রভাব পড়বে না। কারণ, দেশটা কারও পারিবারিক সম্পত্তি নয়। বিএনপির এই প্রার্থী বলেন, আমি যতটুকু জানি উনি (তাপস) একজন সজ্জন ব্যক্তি। তাই আমার প্রতিপক্ষের প্রার্থীর প্রতি আহ্বান থাকবে, নির্বাচনে কোনো প্রকার প্রভাব বিস্তার করবেন না। গতকাল দুপুরে রাজধানীর পুরান ঢাকার গোপীবাগে নিজ বাসার সামনে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ আহ্বান জানান। তিনি বলেন, গত কয়েকদিন আগে ওয়ারী থানা এলাকায় একজন সাংবাদিকের ওপর হামলা হয়েছে। ডিএসসিসির ৪১ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর প্রার্থীকে লাঞ্ছিত করা হয়েছে। এ জন্য আমরা ভোট কেন্দ্র পরিচালনা কমিটি করব। ২৭ জানুয়ারি নির্বাচনী ইশতেহার ঘোষণা করা হবে জানিয়ে ইশরাক বলেন, নারী ও শিশুদের বসবাসের জন্য সবচেয়ে অনিরাপদ শহর হিসেবে ঢাকা এখন এক নম্বরে। বিকাল সাড়ে ৩টায় ৩৫ নম্বর ওয়ার্ডের রায়সাহেব বাজার মোড় থেকে ১৬তম দিনের প্রচারণা শুরু করেন ইশরাক হোসেন। এরপর ৩৬ নম্বর ওয়ার্ডেও বাগডাসা লেন, সুইপার কলোনীতে প্রচারণা চালিয়ে ৩২ নম্বর জিন্দাবাহার জামে মসজিদে আসরের নামাজ আদায় করেন। নামাজ শেষে ৩৫ নম্বর ওয়ার্ডে প্রচারণা ও গণসংযোগ করে বংশাল বড় (জামে) মসজিদে মাগরিবের নামাজ আদায় শেষে সন্ধ্যা ৭টায় ২৭ নম্বর ওয়ার্ডের ঢাকেশ্বরী মন্দিরে মতবিনিময় সভার মাধ্যমে গতকালের নির্বাচনী তৎপরতা শেষ করেন ইশরাক হোসেন।
শিরোনাম
- চাটমোহরে রেললাইনে ট্রেনের ধাক্কায় যুবকের মৃত্যু
- ভূমিকম্পে হতাহতদের জন্য তারেক রহমানের শোক
- সেনাকুঞ্জে বেগম খালেদা জিয়া
- গাইবান্ধা স্টেডিয়াম পরিদর্শনে বিসিবি পরিচালক আসিফ আকবর
- ৩০ নভেম্বর থেকে ফের কর্মবিরতির ঘোষণা প্রাথমিকের শিক্ষকদের
- ভূমিকম্পের ক্ষয়ক্ষতি নিরূপণে কন্ট্রোল রুম চালু করলো সরকার
- মেট্রোরেলের ট্র্যাক থেকে অবিস্ফোরিত ককটেল উদ্ধার
- ‘দেশে ৩০ বছরের মধ্যে সবচেয়ে বড় ভূমিকম্প, শক্তি হিরোশিমা বোমার সমান’
- ভূমিকম্পে হতাহতের ঘটনায় প্রধান উপদেষ্টার গভীর শোক
- ভূমিকম্পে বংশালে নিহত তিনজনের পরিচয় মিলেছে
- মাছের বাজার চড়া, মুরগি-ডিমে কিছুটা স্বস্তি
- কাল ঢাকায় আসছেন ভুটানের প্রধানমন্ত্রী
- ভূমিকম্প নিয়ে প্রধান উপদেষ্টার বার্তা
- শীতেও বেড়েছে সবজির দাম, যা বলছেন বিক্রেতারা
- টানা বর্ষণে ভিয়েতনামে ভয়াবহ বন্যা, ৪১ জনের প্রাণহানি
- ফের উত্তপ্ত নেপাল, সবাইকে শান্ত থাকার আহ্বান প্রধানমন্ত্রী সুশীলার
- ১৬ বছরের কম বয়সীদের সোশ্যাল মিডিয়া ব্যবহার নিষিদ্ধ করল অস্ট্রেলিয়া
- রাশিয়া-ইউক্রেন যুদ্ধ: মার্কিন শান্তি প্রস্তাব মানবে না ইউরোপ
- ইন্দোনেশিয়ায় আগ্নেয়গিরির অগ্ন্যুৎপাতের পর শত শত মানুষ আশ্রয়কেন্দ্রে
- লঙ্কানদের বিপক্ষে দাপুটে জয় পেল জিম্বাবুয়ে