রবিবার, ৯ ফেব্রুয়ারি, ২০২০ ০০:০০ টা

সুনামগঞ্জ সরকারি কলেজে প্রাক্তনদের পুনর্মিলনী

সুনামগঞ্জ প্রতিনিধি

সুনামগঞ্জ সরকারি কলেজ প্রতিষ্ঠার ৭৫ বছর পূর্তি উপলক্ষে সাবেক ছাত্রছাত্রীদের পুনর্মিলনী অনুষ্ঠান উপলক্ষে নারিকেলের ছায়াঘেরা সবুজ-শ্যামল কলেজ ক্যাম্পাস মেতেছিল প্রাণের উৎসবে। আনন্দ-উচ্ছ্বাস, স্মৃতিচারণা, আড্ডাবাজির পর গতকাল সন্ধ্যায় পর্দা নামে দুই দিনের অনুষ্ঠানের। বেলা ১১টায় শুরু হয় উৎসবের দ্বিতীয় দিনের অনুষ্ঠান। সমাপনী দিবসের মধ্যাহ্নভোজের পর শুরু হয় সাবেক শিক্ষার্থীদের স্মৃতিচারণা। স্মৃতিচারণা করতে করতে কেউ কাটেন কেক, কেউ আবার গান গেয়ে, কবিতা আবৃত্তি করে হৃদয়ে দোলা তোলেন পুরনো স্মৃতি। একে একে বিভিন্ন ব্যাচের শিক্ষার্থী মঞ্চে এসে স্মৃতিচারণা করেন, আনন্দ-উচ্ছ্বাস প্রকাশ করেন। এর আগে এ কলেজের সাবেক ছাত্র বাংলাদেশ প্রতিদিনের নির্বাহী সম্পাদক পীর হাবিবুর রহমান স্মৃতিচারণা করেন। সাংস্কৃতিক পরিবেশনার পর শেষ হয় সাবেকদের মিলনমেলা। এদিকে, দ্বিতীয় দিনের বিভিন্ন আয়োজনে অন্যান্যের মাঝে উপস্থিত ছিলেন সুনামগঞ্জ-৪ আসনের সংসদ সদস্য পীর ফজলুর রহমান মিসবাহ, বিচারপতি মো. মিফতাহ উদ্দিন চৌধুরী, হুমায়ূন মঞ্জুর চৌধুরী, জেলা পরিষদ চেয়ারম্যান নূরুল হুদা মুকুট, সাবেক শিক্ষার্থী শহীদুজ্জামান চৌধুরী, মতিউর রহমান পীর, সুখেন্দু সেন, কর্নেল আলী আহমদ (অব.), উপজেলা চেয়ারম্যান খায়রুল হুদা চপল, ননীভূষণ রায়, অধ্যক্ষ শেরগুল আহমেদ, নাদির আহমদ প্রমুখ। আলোচনা পর্বে সভাপতিত্ব করেন কলেজের অধ্যক্ষ নীলিমা চন্দ।

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর