রবিবার, ১৬ ফেব্রুয়ারি, ২০২০ ০০:০০ টা

রোহিঙ্গাদের দ্রুত মিয়ানমারে ফিরিয়ে নেওয়ার দাবি

নিজস্ব প্রতিবেদক

বাংলাদেশে প্রবেশকারী ১০ লাখেরও বেশি রোহিঙ্গাকে মিয়ানমারে ফিরিয়ে নেওয়ার দাবি জানিয়েছে বাংলাদেশ শান্তি পরিষদ। গতকাল রাজধানীর জাতীয় প্রেস ক্লাবের সামনে এক মানববন্ধনে এ দাবি জানায় সংগঠনটি। এতে সভাপতিত্ব করেন শান্তি পরিষদের সভাপতি মোজাফফর হোসেন পল্টু। বক্তব্য রাখেন সংগঠনের সাধারণ সম্পাদক শাহজাহান খান, সভাপতিমন্ডলীর সদস্য ডা. শাহাদাত হোসেন, অ্যাডভোকেট এস এম সবুর, মমতাজ হোসেন, কেন্দ্রীয় নেতা ইসমাইল হোসেন, নাজমুল হক প্রধান, সম্পাদকমন্ডলীর সদস্য অ্যাডভোকেট হাসান তারিক চৌধুরী, আসলাম খান, জাহাঙ্গীর আলম ফজলু প্রমুখ। মানববন্ধনে কেন্দ্রীয় নেতৃবৃন্দসহ, বুদ্ধিজীবী, রাজনীতিবিদ এবং বিভিন্ন শ্রেণি-পেশার নেতৃবৃন্দ অংশগ্রহণ করেন।

শান্তি পরিষদের নেতৃবৃন্দ বলেন, সম্প্রতি আন্তর্জাতিক আদালতের অন্তর্বর্তীকালীন রায়ের মধ্য দিয়ে রোহিঙ্গা জনগোষ্ঠীর ওপর মিয়ানমারের সেনাবাহিনীর গণহত্যা এবং মানবতাবিরোধী অপরাধ বিশ্ববাসীর নজরে এসেছে। কিন্তু উপযুক্ত বিচার এখনো হয়নি। প্রাণভয়ে প্রায় ১০ লাখেরও বেশি রোহিঙ্গা আজ বাংলাদেশে অবস্থান করছে। এ বিপুল সংখ্যক রোহিঙ্গা শরণার্থী আজ বাংলাদেশের ওপর বিরাট অর্থনৈতিক চাপ সৃষ্টি করেছে। এ অঞ্চলের শান্তি ও নিরাপত্তার স্বার্থে রোহিঙ্গা শরণার্থীদের দ্রুত মিয়ানমারে ফিরিয়ে নেওয়ার কোনো বিকল্প নেই। আন্তর্জাতিক আদালতও মিয়ানমার সরকারকে বলেছে, তারা যেন ১৯৪৮ সালের গণহত্যা কনভেনশনের প্রতি সম্মান দেখিয়ে সেখানে আর কোনো মানবতাবিরোধী অপরাধ সংঘটিত না করে। নেতৃবৃন্দ এ সমস্যা সমাধানে বিশ্ব সম্প্রদায়ের সহযোগিতা কামনা করেন। তারা বলেন, মধ্যপ্রাচ্য শান্তি পরিকল্পনার নামে আবার নতুন করে প্যালেস্টাইন পরিস্থিতি জটিল করে তোলা হয়েছে। সাম্রাজ্যবাদ অপশক্তি কার্যত এর মধ্য দিয়ে মধ্যপ্রাচ্যের মানচিত্র থেকে প্যালেস্টাইনকে মুছে দিতে চাইছে। বাংলাদেশের শান্তিকামী জনগণ এ চক্রান্তের তীব্র প্রতিবাদ ও নিন্দা জানায়।

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর