সোমবার, ২৪ ফেব্রুয়ারি, ২০২০ ০০:০০ টা

রাজনীতি-অর্থনীতিতে গুণগত পরিবর্তন অপরিহার্য : ইনু

কুষ্টিয়া প্রতিনিধি

জাতীয় সমাজতান্ত্রিক দলের (জাসদ) সভাপতি হাসানুল হক ইনু এমপি বলেছেন, দেশের বর্তমান পরিস্থিতিতে রাজনীতি ও অর্থনীতিতে মৌল গুণগত পরিবর্তন অপরিহার্য হয়ে উঠেছে। দুর্নীতি-দলবাজির সিন্ডিকেট নির্মূল করতে হবে। তিনি গতকাল বিকালে কুষ্টিয়া পাবলিক লাইব্রেরি মাঠে জেলা জাসদের ৩০তম ত্রিবার্ষিক সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে এ কথা বলেন। এতে সভাপতিত্ব করেন গোলাম মহসিন। হাসানুল হক ইনু বর্তমান সরকারের বিভিন্ন পদক্ষেপের প্রশংসা করে বলেন, বিগত ১০ বছরে জঙ্গিবাদ-আগুন সন্ত্রাস, নাশকতার বিরুদ্ধে যুদ্ধ শেষে দেশ মুক্তিযুদ্ধের চেতনায় ফেরত এসে এক বিস্ময়কর উন্নয়নের দিকে এগিয়ে চলেছে। এ ধারাবাহিকতা অক্ষুণœ রেখে আরেক ধাপ জাতীয় উল্লম্ফন ঘটাতে জাতীয় চেতনার পুনর্জাগরণের পথে এখন বড় বাধা দুর্নীতি-দলবাজির সিন্ডিকেট। এগুলো নির্মূল করে অর্থনীতি-রাজনীতিতে গুণগত পরিবর্তন ঘটাতে হবে।  সম্মেলনে ৩য় বারের মতো হাজী গোলাম মহসিনকে সভাপতি এবং আবদুল আলীম স্বপনকে সাধারণ সম্পাদক করে ৬৮ সদস্য বিশিষ্ট কুষ্টিয়া জেলা কমিটি ঘোষণা করা হয়।

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর